Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাকরি দেওয়ার নামে করে কোলাঘাটে প্রতারণার অভিযোগ উঠল দুই তৃণমূল নেতার নাম

চাকরি দেওয়ার নামে করে কোলাঘাটে প্রতারণার অভিযোগ উঠল দুই তৃণমূল নেতা অতনু গুচ্ছাইত ও তার ভাই শান্তনু গুছাইতের বিরুদ্ধে। এঁরা নিজেদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। অভিয…

 



চাকরি দেওয়ার নামে করে কোলাঘাটে প্রতারণার অভিযোগ উঠল দুই তৃণমূল নেতা অতনু গুচ্ছাইত ও তার ভাই শান্তনু গুছাইতের বিরুদ্ধে। এঁরা নিজেদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। অভিযোগ, এস এস সি, গ্ৰুপ ডি, গ্ৰুপ সি, প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব‍্যক্তির কাছে কয়েক লক্ষ টাকা আত্মস্বাতের অভিযোগ উঠেছে এঁদের বিরুদ্ধে। 

        অতনু ২০০৩ সালে কোলাঘাট-১ নং গ্রাম  পঞ্চায়েত  সদস‍্য ও ২০০৮ক সালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন। তখন থেকেই এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।বেশ কয়েকজন অতনুর হাত ধরে চাকরিও পেয়েছিলো।তখন থেকেই তার প্রতি বিশ্বাস জন্মায় স্থানীয়দের। অভিযোগ, প্রতারিতদের ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়।  নিয়োগপত্র থাকা চাকুরি প্রার্থীরা জয়েন করতে গেলে দেখা যায় - তা ভুয়ো। সময় বুঝে সপরিবারে বাড়ি থেকে পলাতক হয় অতনু।  

প্রতারিত অর্ণব গুড়িয়া বলেন - "অনেকের কাছেই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। আমার কাছ থেকে  ৪ লক্ষ টাকা নিয়েছেন। আমরা চাই সিবিআই তদন্ত হোক এবং সত্য সামনে আসুক।"

No comments