Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেচ্ছা ও অভিনন্দন ডগর মনি টুডু

শুভেচ্ছা ও অভিনন্দন ডগর মনি টুডু।
বাংলারই পুরুলিয়ার মানবাজারের মেয়ে ডগর টুডু। একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্য শিল্পী। ১২ তম দাদাসাহেব ফালকে ২০২২ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কারে ভূষিত হয়েছেন। সাঁওতালী ভাষার …

 




শুভেচ্ছা ও অভিনন্দন ডগর মনি টুডু।


বাংলারই পুরুলিয়ার মানবাজারের মেয়ে ডগর টুডু। একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্য শিল্পী। ১২ তম দাদাসাহেব ফালকে ২০২২ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কারে ভূষিত হয়েছেন। সাঁওতালী ভাষার ছবি "আশা"তে অভিনয়ের জন্য। ডগর টুডুর নাম কোন পত্রপত্রিকা, এলিটদের আলোচনা, বাগবিতন্ডায় উচ্চারিত হয়নি। সেহরাই গ্রামের এক আশ্রমের পেক্ষাপটে তাঁর চরিত্র এক বিশেষ চাহিদা সম্পন্ন আদিবাসী মেয়ের অসম জীবন যুদ্ধের লড়াই। সমাজের চোখে মূল্যহীন উপেক্ষিতা। হাজার প্রতিকূলতা উপেক্ষা করে জীবনে ভালাবাসার রং ফুটিয়ে তুলেছে সাদা ক্যানভাসে৷ রায়গঞ্জে নির্মিত ছবির প্রযোজক রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী৷ পরিচালক পল্লব রায়। কত মনি মুক্তা বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে আছে। আমরা কলকাতা, নন্দন, রবীন্দ্র সদন নিয়েই ব্যস্ত। ডগরদের লড়াই তাই চোখে পড়েনা। মিউজিশিয়ান কালিম্পংয়ের বিপুল ছেত্রীর নামও পেপারে ছাপা হয় না‌। এদিকে উং বাং ঝংয়ের কত পাবলিসিটি।



No comments