পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে উদ্বোধন হলো মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবনপূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকদের ভোকেশনাল প্রশিক্ষণ এর জন্য মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবনের শুভ উদ্বোধন হল। আ…
পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে উদ্বোধন হলো মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবন
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিকদের ভোকেশনাল প্রশিক্ষণ এর জন্য মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবনের শুভ উদ্বোধন হল। আশ্রমের আবাসিকদের ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে আশ্রম এ ছড়িয়ে ছিটিয়ে থাকা টেলারিং, পাটজাত দ্রব্যের উৎপাদন, কম্পিউটার, ফেব্রিকেশন ইত্যাদি ট্রেনিং সেন্টার গুলি একই ছাদের তলায় আনার জন্য বহুপ্রতীক্ষিত ভবন মঞ্জুশ্রী দত্ত স্মৃতি ভবনের দ্বারোদ্ঘাটন এ দিন অনুষ্ঠিত হল। শ্যামনগর উত্তর 24 পরগনা নিবাসী বিদেশ দত্তের আর্থিক আনুকূল্যে তার স্ত্রী ঈশ্বর মঞ্জুশ্রী দত্তের স্মৃতির উদ্দেশ্যে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হয়। ভবনটি উদ্বোধন করেন আশ্রম এর কর্ণধার বলরাম করন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অনেক বিশিষ্ট শুভানুধ্যায়ী জ্ঞানীগুণী ব্যক্তি বর্গ ও আমন্ত্রিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। নাচ গান আবৃত্তি সহকারে আশ্রমের আবাসিকরা এক সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেন। বলরাম করণ বলেন, বিদেশ দত্তের অর্থানুকূল্যে ও সহৃদয়তায় অবশেষে বহু প্রতীক্ষিত ভবনটির দ্বার উন্মুক্ত করতে পারলাম। এর ফলে আশ্রমের শিশু কিশোরেরা বিভিন্নভাবে প্রশিক্ষিত হয়ে ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। এই ভবন তাদের সামনে সেই দ্বার উন্মুক্ত করলো। তিনি উপস্থিত জ্ঞানীগুণীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান।
No comments