Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দম থাকলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে আয়, শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার

দম থাকলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে আয়, শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার
শুভেন্দু এইভাবে মাত্রা অতিক্রম করতে থাকলে দলের নেতাদের কথাও শোনা হবে না৷ একজন তৃণমূল কর্মী হিসেবে শুভেন্দুর মস্তানির জবাব দেওয়া হবে৷’ জানালেন তৃণমূলের…

 




দম থাকলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে আয়, শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার


শুভেন্দু এইভাবে মাত্রা অতিক্রম করতে থাকলে দলের নেতাদের কথাও শোনা হবে না৷ একজন তৃণমূল কর্মী হিসেবে শুভেন্দুর মস্তানির জবাব দেওয়া হবে৷’ জানালেন তৃণমূলের কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। কাঁথিতে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে রবিবার শুভেন্দুর পাড়াতেই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল৷সেখান থেকেই শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে প্রদীপ বলেন, ‘‘আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন৷ কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না৷ আপনার যদি দম থাকে তাহলে ১৫ মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে বেরিয়ে আয়, কতবড় বাপের বেটা দেখব!’’ খানিক থেমে প্রদীপের নিদান, ‘‘এরপরে মাত্রা অতিক্রম করলে সিআরপিএফের সামনে মারব৷ মোদী, শাহ কেউ বাঁচাতে পারবে না৷কেন এমন হিংস্র পথ বেছে নেওয়া হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন প্রদীপবাবু৷ ‘‘কেউ ইট মারলে আমরা রসগোল্লা দিব না, পাল্টা পাথর মারব৷’’- জানিয়ে তৃণমূল নেতার হুঁশিয়ারি, ‘‘আর নেতাদের কথা শুনে হাত গুটিয়ে বসে থাকব না৷ শুভেন্দু এরপরও মাত্রা অতিক্রম করলে আমরা কর্মীরা লড়াইটা বুঝে নেব৷ কাঁথিতে তোমার ঢোকা হবে না৷ কাঁথি অবরোধ করে রাখব৷কৈফিয়তের সুরে এরপরই শুভেন্দুকে সরাসরি ‘তুই’ সম্বোধন করে প্রদীপ বলেন, ‘‘১১ বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না৷ ৯০ হাজার কোটি টাকা বকেয়া ৷ আগে সেটা মিটা৷ তারপর বড় বড় কথা বলবি৷ আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে কুৎসার আশ্রয় নিতে হচ্ছে৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘বেশি লাফালাফি করবে না৷ তুমি যে স্কুলের মাস্টার, আমরা সেই একই কারখানার প্রোডাক্ট!’’ স্বাভাবিকভাবে প্রকাশ্যে বিরোধী দলনেতাকে তৃণমূল নেতার এমন হুমকির জেরে কাঁথি শহরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে৷ শুভেন্দুর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, শুভেন্দুদা যে সঠিক পথে আছেন তা এদের গাত্র্য জ্বালা থেকেই বোঝা যাচ্ছে!

No comments