Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু কে হুঁশিয়ারি ১৪ সালের প্রাথমিক নিয়াগ নিয়ে তদন্ত করা হোক, কড়া আক্রমণ -কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন

শুভেন্দু কে হুঁশিয়ারি ১৪ সালের প্রাথমিক নিয়াগ নিয়ে তদন্ত করা হোক, কড়া আক্রমণ -কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন


পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে আগামী কাল ভূপতি নগরে শুভেন্দু অধিকারীর গুন্ডাবাজীর বিরুদ্ধে প্রতি…





শুভেন্দু কে হুঁশিয়ারি ১৪ সালের প্রাথমিক নিয়াগ নিয়ে তদন্ত করা হোক, কড়া আক্রমণ -কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন




পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে আগামী কাল ভূপতি নগরে শুভেন্দু অধিকারীর গুন্ডাবাজীর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। কাঁথির পুরোনো 

-আউটডোর  মোড় থেকে পোষ্ট অফিস পর্যন্ত হাজারো তৃণমূল কর্মীরা পা মেলান তৃণমূল নেতা দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানার আহ্বানে। উপস্থিত  ছিলেন জেলা তৃণমূলের সভাপতি তরুণ মাইতি, পৌরপিতা সুবল মান্না, কাঁথি ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন সহ একাধিক জেলা তৃণমূল নেতৃত্ব।


 'এদিন দিনের সভায় আহবাহক তরুণ জানা গত কালের ঘটনার কড়া নিন্দা করেন এবং রাজনৈতিক ভাবে রাজ্যের বিরোধী দল নেতার চক্রান্তের মোকাবিলা করার ডাক দেন।'

'এই সভায় বক্তব্য রাখেন বরাবই বিতর্কিত মন্তব্য করে থাকেন কাঁথি ১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দল নেতা সহ হাই কোর্টের বিচারপতি কে। তিনি বলেন কাঁথি ১ব্লকে বাড়িবাড়ি চাকরি দিয়েছেন শুভেন্দু অধিকারী টাকার বিনিময়ে তদন্ত হোক। থানার আধিকারিক কে বলা সত্ত্বেও ব্যাবস্থা নয় কেন প্রশ্ন তোলেন তিনি। মাধ্যমিক ফেল ৬৫ জনকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন শুভেন্দু আধিকারি। মহামান্য হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির দম থাকলে ২০১৪  সালের প্রাথমিক চাকরির তদন্ত করে দেখান বলেও হুঁশিয়ারি দেন প্রদীপ বাবু'

No comments