Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট নতুন বাজারে নিউ ইউথ ক্লাবের উদ্যোগে বাসন্তী দেবীর আরাধনা

কোলাঘাট নতুন বাজারে নিউ ইউথ ক্লাবের উদ্যোগে বাসন্তী দেবীর আরাধনা

প্রদীপ মাইতি; পূর্ব মেদিনীপুর:– বাঙালির বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বনের মধ্যে বাসন্তী দেবীর আরাধনায় মেতে ওঠে সকল মানুষ, বসন্ত কালের শেষেই শুরু হয় বাস…

 



কোলাঘাট নতুন বাজারে নিউ ইউথ ক্লাবের উদ্যোগে বাসন্তী দেবীর আরাধনা



প্রদীপ মাইতি; পূর্ব মেদিনীপুর:– বাঙালির বারো মাসে তেরো পার্বণ বারো মাসে তেরো পার্বনের মধ্যে বাসন্তী দেবীর আরাধনায় মেতে ওঠে সকল মানুষ, বসন্ত কালের শেষেই শুরু হয় বাসন্তী দেবীর আরাধনা, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের নতুন বাজার এলাকায় নিউ ইউথ ক্লাব সংগঠনের উদ্যোগে বাসন্তী দেবীর পূজার আয়োজন করা হয়, জানা গিয়েছে এই বছর ৬০ তম বর্ষে পদার্পণ করল এই পুজো, রীতিনীতি মেনে চলছে বাসন্তী দেবীর আরাধনা, রবিবার ছিল নবমী এই নবমী দিনে শুরু হয় কুমারী পুজো, এই দিনেই কুমারী পুজোতে অংশ নিয়েছে কোলাঘাটের কুখাবার গ্রামের বছর ১২ র খুদে পড়ুয়া সুমনা চ্যাটার্জী, এই পুজোর এক উদ্যোক্তা আকাশ মন্ডল জানান এই পুজোর শুরু থেকেই বিভিন্ন প্রথা মেনে এই বাসন্তী দেবীর পূজার আয়োজন করা হয়, তবে দীর্ঘ দুই বছর মহামারী করোনা ভাইরাসের কারণে এক বছর এই পুজো বন্ধ থাকলেও দ্বিতীয় বছরে স্বাস্থ্য বিধি মেনে সমদূরত্ব বজায় রেখে পুজো করা হয়, তবে এই বছর সেই মহামারীর থাবা কিছুটা কমতে মানুষের জন জীবন কিছুটা স্বাভাবিক হতেই এই বছর মহা ধুম ধামের মধ্য দিয়ে বাসন্তী দেবীর পূজার আয়োজন করা হয়েছে, এবছর বাজেট রাখা হয়েছে দুই লক্ষ টাকা, তবে সব মিলিয়ে বাসন্তী দেবীর আরাধনায় মেতে উঠেছে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে মানুষ জন, যদিও এই বিষয় নিয়ে এক মহিলা জানান দীর্ঘ দুই বছর মহামারীর প্রকোপ কাটিয়ে ওঠার পর এই পুজোতে যোগদান করতে পেরে খুব খুশি হয়েছি, মন্ডপ ছেড়ে বাড়ি যেতেও অনীহা প্রকাশ করেছে ওই মহিলা। সব মিলিয়ে বাসন্তী দেবীর আরাধনায় জম জমাট কোলাঘাট নতুন বাজার।

No comments