Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌরসভার পৌরপ্রধানের উদ্দোগে পালিত হল রাম নবমী অনুষ্ঠান,যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি

পৌরসভার পৌরপ্রধানের উদ্দোগে পালিত হল রাম নবমী অনুষ্ঠান,যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি

এতদিন জয় শ্রীরাম ধ্বনি শোনা যেত বিজেপি কর্মী সমর্থকদের গলায় ।এবার তমলুক পৌরসভার পৌরপ্রধানের উদ্যোগে পালিত হল রামনবমী উৎসব।তমলুক পৌরসভার চেয়ারম্য…

 

পৌরসভার পৌরপ্রধানের উদ্দোগে পালিত হল রাম নবমী অনুষ্ঠান,যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি


এতদিন জয় শ্রীরাম ধ্বনি শোনা যেত বিজেপি কর্মী সমর্থকদের গলায় ।এবার তমলুক পৌরসভার পৌরপ্রধানের উদ্যোগে পালিত হল রামনবমী উৎসব।তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় উদ্যোগে তমলুক টাউন তাম্রলিপ্ত কুটির শিল্প মেলা ব্যবস্থাপনা  রাম নবমী পূজা। এবং চলে যোগ্য। এবং যজ্ঞের স্থলে দেখা যায় রাজ্য যুব সভাপতি পার্থসারথি মাইতিকে।যদিও তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের দাবি-" প্রতিবছর আমি পুজো করি।তবে দলের পুজো নয়।এটা আমার তাম্রলিপ্ত কুটির শিল্প মেলার উদ্যোগের পূজা।রাম তো বিজেপির একার নয় রামচন্দ্র পুরুষোত্তম সকলের । সকলের পূজো করার অধিকার রয়েছে।"যদিও তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন ব‍্যানাজী বলেন-"হঠাৎ করে দেখা গেলো তৃণমূল কংগ্রেসের শুভ বুদ্ধির উদয় হয়েছে।তাম্রলিপ্ত  পৌরসভায় তারা আজকে জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছে।যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী জয় শ্রী রাম ধ্বনি নিয়ে কটাক্ষ করে থাকেন গালমন্দ করে থাকেন। আগামী দিনে মমতা ব্যানার্জিও জয় শ্রী রাম ধ্বনি ভেবেও এবং তার প্রতিফলন তাম্রলিপ্ত পৌরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান সে পূজোর আরম্ভ করেছে।আগামী দিনে এই বাংলায় তৃণমূল কংগ্রেস এই ইসুকে সামনে রেখে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাইছে।এটা একটা নতুন নাটক তাদের কাছে।

No comments