Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ব্যাস্ততম রানিচক রেলগেটের বেহাল অবস্থা ট্রেন অবরোধে বামপন্থীরা

হলদিয়া ব্যাস্ততম রানিচক রেলগেটের বেহাল অবস্থা, ট্রেন অবরোধে বামপন্থীরা
হলদিয়া রানিচক বন্দর এল.সি গেটে গত ২০ মার্চ থেকে কাজ চলছে। কিন্তু  সেই কাজ আজ প্রর্যন্ত কমপ্লিট হয়নি তারফলে পাশে থাকা স্কুল, কলেজ, কোর্ট,পৌরসভা, হলদিয়া উন্নয়ন প…

 




হলদিয়া ব্যাস্ততম রানিচক রেলগেটের বেহাল অবস্থা, ট্রেন অবরোধে বামপন্থীরা


হলদিয়া রানিচক বন্দর এল.সি গেটে গত ২০ মার্চ থেকে কাজ চলছে। কিন্তু  সেই কাজ আজ প্রর্যন্ত কমপ্লিট হয়নি তারফলে পাশে থাকা স্কুল, কলেজ, কোর্ট,পৌরসভা, হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং কাছাকাছি থাকা বিভিন্ন শিল্পের সাথে যুক্ত কর্মরত মানুষজন ও ছাত্র ছাত্রী সকলের জাতায়াতের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।প্রতিনিয়ত কোনো না কোনো মানুষকে দুর্ঘটানায় পরতে হচ্ছে।এমত অবস্থায় রেল কতৃপক্ষ এই গেটকে বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে।এই বেহালদশা থেকে এরিয়ার মানুষকে রেহাই দেওয়ার জন্য ভারতের কমিউনিস্ট পার্টি এবং ডিওয়াইএফআই, পঃবঃ মহিলা সংগঠনের পক্ষ থেকে ট্রেন অবরোধ কর্মসূচি গ্রহণ করেন। সন্ধে পাঁচটায় ট্রেন অবরোধ করার জন্য হলদিয়া বন্দর বিপনিকা বাজার কমিটি, পথচলতি মানুষ, স্কুলের ছাত্র ছাত্রী এবং সিপিআইএম ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ছাত্র সংগঠনের পক্ষ থেকে ট্রেন অবরোধ কর্মসূচি নেওয়া হয়। রেলের জিআরপিএফ অবরোধকারীদের কাছ থেকে ১০ দিনের সময় চেয়ে নেন।  অবরোধকারী মহিলা নেত্রী রীনা পাহাড়ী বলেন রাস্তার কাজের নাম করে দীর্ঘ মাস ধরে এই বেহাল অবস্থা থাকা ছাত্রছাত্রী এবং পথচলতি মানুষদের যাতায়াতের অসুবিধা হয়। সে জন্যই আজকের এই ট্রেন অবরোধ কর্মসূচি নেয়া হয়েছে। সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য অচিন্ত্য সামন্ত আজ বলেন খুব শীঘ্রই প্রশাসনিকভাবে আমাদের কথা দিয়েছেন আগামী ১০ দিনের মধ্যেই রাস্তার কাজ সম্পন্ন করবেন সে জন্যই আজকের এই  অবরোধ কর্মসূচি আমরা তুলে নিলাম।

No comments