Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারত সেবাশ্রম সংঘের ৭৭ তম বাৎসরিক মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে সেবা দিলেন -প্রদীপ

ভারত সেবাশ্রম সংঘের ৭৭ তম বাৎসরিক  মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে সেবা দিলেন- প্রদীপ
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী ভারত সেবাশ্রম সংঘের ৭৭ তম বার্ষিকী মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি …

 



ভারত সেবাশ্রম সংঘের ৭৭ তম বাৎসরিক  মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলনে সেবা দিলেন- প্রদীপ


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া সুতাহাটা থানার অন্তর্গত হোড়খালী ভারত সেবাশ্রম সংঘের ৭৭ তম বার্ষিকী মহোৎসব ও হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন। গত ২৮,২৯ এবং ৩০ চৈত্র তিন দিনব্যাপী ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ মঞ্চে  হিন্দু ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আঙ্গিক হরিনাম সংকীর্তন, ধর্মীয় শোভাযাত্রা সহকারে গঙ্গা আনয়ন, বৈদিক যজ্ঞ, মহাভিষেক এবং অন্নকূট প্রসাদ বিতরণ এছাড়া আত্মরক্ষামূলক প্রদর্শনী। সংঘের পূজ্য সন্ন্যাসী বৃন্দ ও বিদগ্ধ জ্ঞানীগুণী উপস্থিতিতে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে  হলদিয়া কলকাতা বন্দরের ভারতীয় মজদুর সংঘের সম্পাদক এবং রাজ্য সহ-সভাপতি প্রদীপ  বিজলী সংঘের স্বামীজির হাতে ধুতি উড়না ও একটি করে থালা এবং দক্ষিণা তুলে দিলেন। প্রদীপ বাবু বলেন আমি এলাকার অসহায় দুঃস্থ মানুষদের শীতকালের শীতবস্ত্র। পুজোর সময় নতুন বস্ত্র এবং আম্ফান বন্যার সময় অসহায় মানুষের পাশে শুকনো এবং রান্না খাওয়ার নিয়ে আমি দাঁড়িয়েছি। আমি  একজন হিন্দু হয়ে আমাদের পবিত্র সেবা সপ্তাহ চলছে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে। সেই সেবা সপ্তাহের মধ্যেই ভারত সেবাশ্রম সংঘের ১৬ জন সন্ন্যাসীদের হাতে যৎসামান্য জিনিস তুলে দিয়ে আমি তাদের পাশে রয়েছি এই বার্তা দিতে চাইলাম। আপনাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও আরো অসহায় মানুষের পাশে থাকতে পারি সেই প্রার্থনা করি। আজ ভারত সেবাশ্রম সংঘ তিনদিনে প্রায় ১৭ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করলেন। এবং বিকেলে এলাকার বিশিষ্ট মানুষজনদের নিয়ে ধর্মীয় সভা বলে জানালেন সংঘের সম্পাদক ।

No comments