Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংখ্যালঘু সেলের অাহ্বানে ভারতের সংবিধানের রূপকার ডঃ বি অার অাম্বেদকর-এর ১৩২ তম জন্মদিবস

সংখ্যালঘু সেলের অাহ্বানে ভারতের সংবিধানের রূপকার ডঃ বি অার অাম্বেদকর-এর ১৩২ তম জন্মদিবস দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের অাহ্বানে ভারতের সংবিধানের রূপকার ডঃ বি অার অাম্বেদকর-এর ১৩২ তম জন্মদিবস দুরমুঠ বকুলতলায় অনাড়ম্বর…

 


সংখ্যালঘু সেলের অাহ্বানে ভারতের সংবিধানের রূপকার ডঃ বি অার অাম্বেদকর-এর ১৩২ তম জন্মদিবস 

দেশপ্রাণ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের অাহ্বানে ভারতের সংবিধানের রূপকার ডঃ বি অার অাম্বেদকর-এর ১৩২ তম জন্মদিবস দুরমুঠ বকুলতলায় অনাড়ম্বর ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। ডঃ বি অার অাম্বেদকর-এর প্রতিকৃ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সংগঠনের অাহ্বায়ক দীপু খাঁনহ,বিশিষ্ট অাইনজীবি ইকবাল হোসেন , বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ গুড়িয়া,অভিনন্দন দাস,প্রবীর বেরা,সেক রুস রুস্তম, জাহির খাঁন প্রমুখ নেতৃবৃন্দ। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন ডঃ বি অার অাম্বেদকর-এর প্রণীত সংবিধানের গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ন্যায়বিচারের অাদর্শ অাজ অাক্রান্ত। বিভেদ, বিদ্বেষ, ঘৃণা ও মেরুকরণের রাজনীতির সর্বগ্রাসী অাগুনে ভারতবর্ষের সহনশীলতা ও সমন্বয়ের নীতি অাজ ভূলুণ্ঠিত হচ্ছে। দেশের সংবিধান রক্ষায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments