Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের বর্ষ বরণ

পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের  বর্ষ বরণ।‌পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের  বর্ষ বরণ।
ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের কচিকাঁচারা নতুন বর্ষ কে খুবই জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নিল।


আশ্রমের আবাসিকরা ভোরে গ…

 

পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের  বর্ষ বরণ।‌পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের  বর্ষ বরণ।


ভগবানপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের কচিকাঁচারা নতুন বর্ষ কে খুবই জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নিল।




আশ্রমের আবাসিকরা ভোরে গুরুজনদের প্রণাম করে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আশ্রম প্রাঙ্গণে আবাসিকরা নৃত্য, গান আবৃত্তির মধ্য দিয়ে এই দিনটিকে বরণ করে নেয়।

আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন নতুন বছরের সবার মনের গ্লানি মুছে যাক, সমস্ত দুঃখ দুর্দশা দুর হোক এই কামনা করেন।কচিকাঁচাদের আগামী দিনের ভালোভাবে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ভাই বোনের মতো একসঙ্গে বড় হয়ে ওঠার কথা বলেন। সবার মঙ্গল ও সুস্থ কামনা করেন। এই অনুষ্ঠানে উপ



স্থিত ছিলেন আশ্রমের শুভাকাঙ্ক্ষী নবীন কুমার সাহা, অদিতি রায়, ভবেশ কুমার দে ও ইলা দে। শিশুদের উদ্দেশ্যে ইনারা ভালোভাবে মানুষের মত এগিয়ে যাওয়ার প্রেরণা দেন। সবার মঙ্গল কামনা করেন ও সবার সুস্থতা কামনা করেন। অনুষ্ঠান শেষে এক ভুরিভোজে সকলে একত্রে মিলিত হয়। ভুরি ভোজের মেনুতে ছিল ভাত, ডাল, এঁচোড়, ফিশ পাস্তা, পনির পাসিন্দা, মাংস, চাটনি, বহরমপুরের ছানাবড়া, কোল ড্রিংস পাপড়।

No comments