Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দির এর উপচে পড়া ভিড়

নতুন বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দির এর উপচে পড়া ভিড় পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির,বিজ্ঞাপন-
 পুরান মতে সীতার বাঁ পায়ের গুল্ফ পড়েছিল এখানে।বিজ্ঞাপন-
৫১ পীঠের একপিঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্র…


নতুন বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দির এর উপচে পড়া ভিড়

পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির,

বিজ্ঞাপন-


 পুরান মতে সীতার বাঁ পায়ের গুল্ফ পড়েছিল এখানে।

বিজ্ঞাপন-


৫১ পীঠের একপিঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে মন্দিরে।বিজ্ঞাপন-


বাংলা বছরের প্রথম দিন পহলা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা।
বিজ্ঞাপন-
 

মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই যাতে সারা বছর সুখ-শান্তিতে কাটে।
বিজ্ঞাপন-

সেই কারণেই বছরের শুরুতেই লম্বা লাইন মন্দিরে। শুভ কামনায় ব্যবসায়ীরাও এদিন মায়ের কাছে খাতা পুজো করতে আসেন।
বিজ্ঞাপন-

গত দু'বছর করোনা প্রকোপ থাকার কারণে পয়লা বৈশাখে মন্দিরে সেভাবে কেউ আসতে পারেনি, তাই এ বছর বছরের প্রথম দিনে মন্দিরে আসার সুযোগ পেয়ে ভক্তরা সেই সুযোগ কেউ হাতছাড়া করেননি।
বিজ্ঞাপন-

মন্দির চত্বরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার।
বিজ্ঞাপন-

পাশাপাশি রাস্তায় যাতে যানজট কম হয় সেই কারণে রাস্তার বিভিন্ন প্রান্ত থেকে তমলুক শহরের রাস্তায় টোটো এবং বড় যানবাহন ঢোকা বন্ধ করা হয়।



No comments