Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে হামলার মূল চক্রী হলদিয়ার মহম্মদ আনসারকে পুলিস গ্রেপ্তার করেছে, তার নিঃসর্ত মুক্তি চাইলেন .....

দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে হামলার মূল চক্রী  হলদিয়ার মহম্মদ আনসারকে পুলিস গ্রেপ্তার করেছে, তার নিঃসর্ত মুক্তি চাইলেন .....গত শনিবার দিল্লির জাহাঙ্গীর পুরীতে  হনুমানজয়ন্তীর যে শোভাযাত্রা থেকে অশান্তি ছড়িয়ে ছিল, সেই ম…

 


দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে হামলার মূল চক্রী  হলদিয়ার মহম্মদ আনসারকে পুলিস গ্রেপ্তার করেছে, তার নিঃসর্ত মুক্তি চাইলেন .....

গত শনিবার দিল্লির জাহাঙ্গীর পুরীতে  হনুমানজয়ন্তীর যে শোভাযাত্রা থেকে অশান্তি ছড়িয়ে ছিল, সেই মিছিলের অনুমতি নাকি ছিল না, বিনা অনুমতিতে সশস্ত্র মিছিল করার অভিযোগে শোভাযাত্রার উদ্যোক্তা ছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ। সেই ধর্মীয় মিছিলে হামলার অভিযোগে ধৃত হলদিয়ার যুবক মহম্মদ আনসার নির্দোষ বলে দাবি করে তার মুক্তির আবেদন করলেন প্রতিবেশীরা এবং হলদিয়া ব্লকের জনপ্রতিনিধিরা।  সোমবার রাতে আনসারকে গ্রেপ্তারের খবর পৌঁছয় তার গ্রাম হলদিয়ার কুমোরপুরে। মঙ্গলবার আনসারের প্রতিবেশীরা জানান, আনসারের আসল বাড়ি আসামে। বছর বেয়াল্লিশের আনসার হলদিয়ার তরুণীকে বিয়ে করেছেন। ওই তরুণীর পরিবার দিল্লিতে থাকাকালীন সেখানেই পরিচয় হয়। আনসারের  লোহার স্ক্র্যাপ মেটিরিয়ালের ব্যবসা রয়েছে দিল্লিতে। হলদিয়ায় তাদের দোতলা এসি লাগানো বড় বাড়ি রয়েছে। মাঝে মাঝে এখনে আসত আনসার। আনসারের প্রতিবেশী ও তৃণমূলের জেলা পরিষদ সদস্য সাকিনা বিবি বলেন, আনসার কোন ঝামেলায় জড়ানোর ছেলেই নয়। এখানে সবার সঙ্গে মিশত। দানধ্যান করত বিভিন্ন অনুষ্ঠানে ও গরীব মানুষকে। একই দাবি করেন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিজেপি চক্রান্ত করে নির্দোষ লোকজনকে ফাঁসাচ্ছে। আনসার ভাল ছেলে। ওকে ফাঁসানো হয়েছে। দিল্লি প্রশাসনের কাছে ওর মুক্তির দাবি করছি গ্রামবাসীর পক্ষ থেকে। প্রসঙ্গত,  দিল্লিতে হনুমান জয়ন্তী উপলক্ষে মিছিলে হামলার মূল চক্রী হিসেবে হলদিয়ার মহম্মদ আনসারকে পুলিস গ্রেপ্তার করেছে। এই ঘটনায় স্তম্ভিত হলদিয়ার পঞ্চায়েত সমিতি এলাকার কুমার পুর  গ্রাম।

No comments