হলদিয়া থানায় সিবিআই মামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন হলদিয়া মহকুমা পুলিশ অফিসার রহুল পান্ডে
উচ্চ আদালত রায় দেয় মামলার তদন্ত করবে সিবিআই ,আসরে নামে সিবিআই। হলদিয়া থানার কাছ থেকে মামলা সংক্রান্ত নথিপত্র চান সিবিআই আধ…
হলদিয়া থানায় সিবিআই মামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন করলেন হলদিয়া মহকুমা পুলিশ অফিসার রহুল পান্ডে
উচ্চ আদালত রায় দেয় মামলার তদন্ত করবে সিবিআই ,আসরে নামে সিবিআই। হলদিয়া থানার কাছ থেকে মামলা সংক্রান্ত নথিপত্র চান সিবিআই আধিকারিকরা। পাশাপাশি শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সেক মোবারক আলির সঙ্গে কথাবার্তা বলতে হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায় আলির বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী দলটি। কিন্তু কোথায় মোবারক? পরপর দু'দিন গিয়েও খোঁজ মেলেনি মোবারকের। তারপর হলদিয়ার সম্ভাব্য এলাকাতেই খোঁজ করেন তাঁরা। কিন্তু রাতারাতি যেন হাওয়া হয়ে গেছেন মোবারক।
হলদিয়া মহকুমা পুলিশ অফিসার রহুল পান্ডে বলেন , ২০১৩ সাল থেকে ২০১৮সাল পর্যন্ত ২৫ কোটি টাকা হলদিয়া বন্দরে কারচুপি হয়েছে। অভিযোগ আসার পরে বিভিন্ন দপ্তরে তদন্ত করা হয়েছে। এই মামলায় অভিযোগ এরপর প্রায় ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে সমস্ত নথি এবং তদন্তের কপি সিবিআর হাতে তুলে দেওয়া হবে।
No comments