প্রদীপ কুমার মাইতি, করোনা পরিস্থিতিত কিছুটা স্বাভাবিক হতেই প্রায় এক বছর পর শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।তবে মাস্ক পরা বাধ্যতামূলক সহ বেশ কয়েকটি নিয়ম জারি করে পরীক্ষা কেন্দ্রের বাইরে ফেস্টুন ঝুলালো স্কুল কর্তৃপক্ষ। ৭-১৫ মার্চ পর্…
প্রদীপ কুমার মাইতি, করোনা পরিস্থিতিত কিছুটা স্বাভাবিক হতেই প্রায় এক বছর পর শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।
তবে মাস্ক পরা বাধ্যতামূলক সহ বেশ কয়েকটি নিয়ম জারি করে পরীক্ষা কেন্দ্রের বাইরে ফেস্টুন ঝুলালো স্কুল কর্তৃপক্ষ।
৭-১৫ মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে,
এ দিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে সকল ছাত্র-ছাত্রীদের মুখে লক্ষ্য করা যায় মাস্ক।
এক বছর পর অনেকটাই স্বাভাবিক হয়েছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পূর্ব মেদিনীপুরের জেলার এগরার বালিঘাইতে পরীক্ষার সেন্টারে উৎসাহ লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মোতায়েন ছিল বাড়তি পুলিশ বাহিনী। পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও চালানো হয় নজরদারি।
No comments