উন্নয়নের আর এক নাম শেখ আজগর আলী. হলদিয়া পৌরসভার পৌর পারিষদ মাননীয় শেখ আজগর আলী (পল্টু ) মহাশয়ের নির্দেশ মতো হলদিয়া ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের অন্তর্গত জামাদার পল্লীর বসতি বাড়ির রাস্তা গুলোতে যাতায়াতের সুবিধার জন্য কংক্রিট রাস্তার শ…
উন্নয়নের আর এক নাম শেখ আজগর আলী.
হলদিয়া পৌরসভার পৌর পারিষদ মাননীয় শেখ আজগর আলী (পল্টু ) মহাশয়ের নির্দেশ মতো হলদিয়া ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের অন্তর্গত জামাদার পল্লীর বসতি বাড়ির রাস্তা গুলোতে যাতায়াতের সুবিধার জন্য কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন করলেন ১৭ নম্বর আদর্শ ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক মাননীয় ইয়াসিন আলী মল্লিক (রাজু ) মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার ইঞ্জিনিয়ার ও আধিগারিকগণ।
No comments