Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"সবুজের অভিযান"ফেসবুক পরিবার সুতাহাটা থানার অন্তর্গত বেগুনাবেড়‍্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভেষজ বাগান করার উদ্যোগ

"সবুজের অভিযান"ফেসবুক পরিবার সুতাহাটা থানার অন্তর্গত বেগুনাবেড়‍্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভেষজ বাগান করার উদ্যোগহলদিয়া এস .সি ; এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবার সুতাহা…

 




"সবুজের অভিযান"ফেসবুক পরিবার সুতাহাটা থানার অন্তর্গত বেগুনাবেড়‍্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভেষজ বাগান করার উদ্যোগ

হলদিয়া এস .সি ; এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি ও "সবুজের অভিযান"ফেসবুক পরিবার সুতাহাটা থানার অন্তর্গত বেগুনাবেড়‍্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভেষজ বাগান করার উদ্যোগ নিয়েছে । প্রথম পর্বে ৪৪ টি ভেষজ গাছ দ্বিতীয় পর্বে ২৯ নিয়ে মোটি ৭৩ টি গাছ বসানো হলো । লক্ষ্য - ভেষজ গাছের সঙ্গে মানুষকে পরিচয় করানো ; পরবর্তী সময়ে গুণাগুণ জানানো ; সৌন্দর্যবর্ধন ; গাছের প্রতি ভালোবাসা তৈরি করা এবং গাছ লাগানোয় উৎসাহ দান। ফলস্বরূপ আগামী দিনে দূষণ প্রতিরোধেও প্রাসঙ্গিক হয়ে উঠবে। উল্লেখ থাকে যে- ১৩.০১.২০১০--১৭.০৯.২০১৩ -পর্যন্ত শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা ছিল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী - তাপস জানা , শান্তনু নায়েক, শক্তি প্রসাদ দে , চন্দন দাস ,দারুকেশ্বর বাড়ই, মনোজ বড়াই আয়ুর্বেদ চিকিৎসক- মৌমিতা পাহাড়ী , নার্স - (চিকিৎসা কর্মী) মৌমিতা পাহাড়ী, সংগীত শিল্পী- শুভশ্রী নায়েক শিক্ষক - মিলন খাড়া ; সুব্রত প্রধান শিক্ষিকা নীলিমা সামন্ত , শিপ্রা জানা ওঝা ,কলেজ ছাত্রী -রীম্পা সামন্ত (চারুলতা ), মৃণালিনী সিনহা ,স্বপ্রতীভ পাহাড়ী , সুমিত্রা জানা , স্নেহা জানা । সংগঠন ও সবুজের অভিযান এর অন্যান্য সদস্য - সদস্যা ও এলাকার কিছু গুণীজন

No comments