Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৩টি প্রদীপ জ্বালিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা দিলেন দুই মেদিনীপুরের কবি ও আবৃত্তি শিল্পীরা

১৩টি প্রদীপ জ্বালিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা দিলেন দুই মেদিনীপুরের কবি ও আবৃত্তি শিল্পীরাযুদ্ধবিরোধী আওয়াজ উঠল হলদিয়ায় আবৃত্তি উৎসবে। ১৩টি প্রদীপ জ্বালিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিব…

 


১৩টি প্রদীপ জ্বালিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা দিলেন দুই মেদিনীপুরের কবি ও আবৃত্তি শিল্পীরা

যুদ্ধবিরোধী আওয়াজ উঠল হলদিয়ায় আবৃত্তি উৎসবে। ১৩টি প্রদীপ জ্বালিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিবাদে এবং ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা দিলেন দুই মেদিনীপুরের কবি ও আবৃত্তি শিল্পীরা। রবিবার হলদিয়ায় পূর্ব মেদিনীপুর জেলা আবৃত্তি উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তা মহিলা আবৃত্তি শিল্পীদের সংস্থা স্বরতরঙ্গ। হলদিয়া ল’কলেজে এদিন দিনভর আবৃত্তি উৎসবে অংশ নেন দুই মেদিনীপুরের শতাধিক আবৃত্তি শিল্পী, কবি, চিত্রশিল্পী ও গায়ক। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য লক্ষ্মণ শেঠ, হলদিয়া বন্দরের আধিকারিক ও আবৃত্তিকার সঞ্জয় চক্রবর্তী, স্পর্শিতা পণ্ডাশেঠ, ল’কলেজের অধ্যক্ষ প্রতীম সরকার, পেট্রকেমের আধিকারিক বিভাস রায়চৌধুরি প্রমুখ। দলগত আবৃত্তি পরিবেশনায় সবার মন কেড়ে নেয় মহিষাদলের শ্রুতিশৈলী, স্বরতরঙ্গ। একক আবৃত্তি পরিবেশনা ও কবিতা পাঠে নজর কাড়েন আশিস মিশ্র, প্রাণনাথ শেঠ, অনন্যা ভট্টাচার্য, দেবপ্রসাদ মণ্ডল, সঞ্চিতা কবিরাজ, প্রীতিশেখর কাব্যপথিক, মীণাক্ষী ভট্টাচার্য কর, মানস মাইতি, জাগরী মুখোপাধ্যায় প্রমুখ।

No comments