প্রয়াত সুরেশ করনের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী
এবার কলকাতার সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলবে হলদিয়ার দূর্গাচক মিলন সংঘ ক্লাব। এমনই ঘোষণা হলদিয়ায় মিলন সংঘ ক্লাবের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে। ,…
প্রয়াত সুরেশ করনের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী
এবার কলকাতার সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলবে হলদিয়ার দূর্গাচক মিলন সংঘ ক্লাব। এমনই ঘোষণা হলদিয়ায় মিলন সংঘ ক্লাবের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে। ,,১৯৬০ সালে হলদিয়া মিলন সংঘ ক্লাবের গোড়াপত্তন। ছোট্ট একটি টালির ক্লাবকে ছয়তলা বিল্ডিং এ রুপান্তর করার কারিগর ছিলেন দুর্গাচক এর ব্যবসায়ী ও সমাজসেবী প্রয়াত সুরেশ করন। দুর্গাচকে মিলন সংঘ ক্লাবের সামনে প্রয়াত সুরেশ করনের মূর্তি উন্মোচন করা হয়। এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল,ক্লাবের বর্ষিয়ান সুভাষচন্দ্র করণ প্রাক্তন অধ্যাপক প্রভাত সামন্ত প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ন জানা শিক্ষক কাশীনাথ দাস ক্লাব ফাউন্ডার ভগিরথ গায়েন এনসিপি ম্যানেজার প্রতিক ঘোষ ক্লাবের সম্পাদক সভাপতি মিলন মন্ডল সহসভাপতি মুজিব খান স্বপন মন্ডল কাউন্সিলর প্রশান্ত দাস প্রমূখ।
মিলন সংঘ ক্লাবের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব রায় চৌধুরী বলেন, সামান্য দিনেই আমার সঙ্গে আলাপ, সুরেশবাবু খেলাধুলা পছন্দ করতেন।তিনি কলকাতায় সেকেন্ড ডিভিসনএ মিলন সংঘ নামে একটি টিম কিনেছিলেন। সেই টিমটি খেলা শুরু হবে । কলকাতার টিমের সমস্ত জটিলতা কেটে গেছে
No comments