ভোট পর্ব মেটার পরেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এর 14 নম্বর ওয়ার্ড এলাকায় রূপনারায়ন নদীর পাড়ে ষোলো ফুকার খালে বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি দেহ ভাসতে দেখে স্থা…
ভোট পর্ব মেটার পরেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এর 14 নম্বর ওয়ার্ড এলাকায় রূপনারায়ন নদীর পাড়ে ষোলো ফুকার খালে বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এর পরে স্থানীয় বাসিন্দারা খবর দেয় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ, উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। মৃতদেহটি স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটা অন্য এলাকার, বেশ কয়েকদিন আগে মৃতদেহটি জলে পড়েছে তার কারণে অনেকটাই দেহটি ফুলে রয়েছে। তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে আসা তমলুকের 14 নম্বর ওয়ার্ডে ষোলো ফুকার এলাকায় জুড়ে রয়েছে চাঞ্চল্য।
No comments