Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জার্মান কনসাল জেনারেলের হাতে উদ্বোধন হলো পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের স্টাডি কাম অ্যাক্টিভিটি হল

জার্মান কনসাল জেনারেলের হাতে উদ্বোধন হলো পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের স্টাডি কাম অ্যাক্টিভিটি হল
প্রদীপ কুমার মাইতি,ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে জার্মান কনসাল জেনারেল এর উপস্থিতিতে উদ্বোধন হলো স…

 



জার্মান কনসাল জেনারেলের হাতে উদ্বোধন হলো পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের স্টাডি কাম অ্যাক্টিভিটি হল


প্রদীপ কুমার মাইতি,ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে জার্মান কনসাল জেনারেল এর উপস্থিতিতে উদ্বোধন হলো স্টাডি কম অ্যাক্টিভিটি হল। দীর্ঘদিন ধরে এই হল করার উদ্যোগ নিয়েছিল স্থানীয়  আশ্রম কতৃপক্ষ। জানা গেছে, আশ্রমের শুভানুধ্যায়ী  আশীষ সেনের হাত ধরে কলকাতাস্থিত জার্মান কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদের আর্থিক সহযোগিতায় শিশুদের জন্য একটি বড় হল তৈরি হয়। এ দিন সেই হলের উদ্বোধন করলেন জার্মান কনসাল জেনারেল মানফ্রড অস্টার। উপস্থিত ছিলেন তাঁর  স্ত্রী আম্বার হেইম্যান ও ইশা মালহোত্রা । উদ্বোধক মানফ্রড অস্টার বলেন, "আমি এখানে এসে খুবই খুশি। এখানকার পরিবেশ খুবই মনোরম। আশ্রমের ছাত্রছাত্রীরা খুবই ভালো। আগামীদিনে আশ্রমের জন্য অন্য কিছু চিন্তাভাবনা করছি। আবারও এখানে আসবো।" আশ্রমের কর্ণধার তথা সম্পাদক  বলরাম করণ বলেন, দীর্ঘদিন ধরে এই হলটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম ।আজ আশ্রমের সেই স্বপ্ন পূরণ হলো। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জার্মান কনসাল জেনারেল কে স্বাগত জানানো হয়। উনি এই ধরনের অনুষ্ঠান দেখে খুবই আপ্লুত এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধরনের কাজকে আমি স্বাগত জানাই।"  এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ আলি,  ভগবানপুর ২ নম্বর ব্লকের বিডিও জয়দেব মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু কুমার পৌরাণিক, পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন শিশু কল্যাণ সমিতির চেয়ারপারসন দিলীপ কুমার দাস প্রমূখ। শিশুরা নাচ গান বিভিন্ন অনুষ্ঠান দেখিয়ে তাদের মন জয় করেছেন। পাশাপাশি সস্ত্রীক জার্মান কনসাল জেনারেল শিশুদের সঙ্গে দীর্ঘক্ষণ কাটালেন এবং তাঁদেরকে ফুটবল দিনেন। সেইসঙ্গে স্থানীয় আশ্রমের শিশুদের তথ্যচিত্রের মাধ্যমে সচেতনতামূলক প্রদর্শনী দেখানো হল। সস্ত্রীক জার্মান কনসাল জেনারেল মানফ্রড অস্টার সমস্ত ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার বার্তা দেন। কিন্তু এ দিন দেখা গেল গোটা আশ্রম চত্বরে খুশির হাওয়া।

No comments