Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্যা হাইস্কুলের ১৪৩ তম প্রতিষ্ঠা দিবস -প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি

লক্ষ্যা হাইস্কুলের ১৪৩ তম প্রতিষ্ঠা দিবস -প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি

বিদ্যালয় --- আদর্শ,সত্যদর্শন,অধ্যবসায়, শৃঙ্খলার সঙ্গে আস্তে আস্তে করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে প্রাথমিক পাঠ প্রয়োজন হয় তা গ্রহণ করার সহজলভ…

 





 লক্ষ্যা হাইস্কুলের ১৪৩ তম প্রতিষ্ঠা দিবস -প্রধান শিক্ষক দেবাশীষ পাহাড়ি



বিদ্যালয় --- আদর্শ,সত্যদর্শন,অধ্যবসায়, শৃঙ্খলার সঙ্গে আস্তে আস্তে করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে প্রাথমিক পাঠ প্রয়োজন হয় তা গ্রহণ করার সহজলভ্য, বিশ্বস্ত, অপরিহার্য প্রতিষ্ঠান। আমার পরম সৌভাগ্য যে, বিদ্যালয়রূপী পবিত্র কাননে সুবাসিত কুসুমকলি পরিচর্যা করার মহান ব্রত পালন শুরু করেছিলাম ত্রিশ বছর আগে। ' নন্দনের সংবাদ ' বহন করে আনে যে অপাপবিদ্ধ শিশু - কিশোররা, তাদের সঙ্গে তিন দশক অতিবাহিত করার মূল্যবান সঞ্চয় থেকে মণি মাণিক্য নেড়েচেড়ে দেখতে বসে অনেক স্মৃতি ভিড় জমায় মনে। কোমলমতি শিক্ষার্থীদের চলাফেরা, আচার আচরণ খুব কাছ থেকে দেখি, শিখি --- বিচিত্র পশরায় ভরিয়ে তুলি অভিজ্ঞতার  ঝুলি।


আমার এখনকার স্কুল লক্ষ্যা হাইস্কুল ( উচ্চ মাধ্যমিক ) ১৪২ বছর সাফল্যের সঙ্গে অতিবাহিত করে আজ ১৪৩  তম বছরে পা রাখল। পাঁচজন ছাত্র নিয়ে যার পথ চলা শুরু হয়েছিল, সার্দ্ধসহস্র ছাত্র ছাত্রী সেই পবিত্র অঙ্গনে পড়াশোনা করে। অনেকেই দেশে বিদেশে কৃতী। তাদের কৃতিত্বে আনন্দ পাই, সার্থকতা আসে মনে হয়।সকল ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা ও অভিভাবককে শ্রদ্ধা জানাই। শিক্ষানুরাগী স্থানীয় মানুষ জনের সাহচর্যে ঋদ্ধ হয়েছি সবসময়। আমার সহকর্মীদের আন্তরিকতা ও ঐকমত্য আমাকে এগিয়ে চলার প্রেরণা দেয়।


বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহাপ্রাণ ৺উপেন্দ্র নারায়ণ মাইতি এবং ৺রণজিৎ নারায়ণ মাইতি মহাশয়গণকে প্রণাম জানাই।যাঁদের উৎসাহ, উদ্দীপনা, সাহায্যে গড়ে উঠেছে এবং উঠছে আমার প্রিয় বিদ্যালয়, তাঁদের কাছে সকৃতজ্ঞ ঋণ স্বীকার করি।


বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল মহৎ প্রাণ ব্যক্তির পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা  করি।


বিদ্যালয়ে রয়েছে ...

# এন.সি.সি. ইউনিট

# শরীর চর্চার জন্য multigym

# Mini Indoor Games Complex

# Atal Tinkering Lab

# Ground Water Recharge Scheme

# Solar Rooftop Panel 

# Auditorium ইত্যাদি ....


বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি কবিতায় আমার উপলব্ধির কথা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলাম .....


             🌹##   ছাত্র মন্দির   ##🌹

                                             - দেবাশিস পাহাড়ী


বিদ্যার মন্দিরে                     আসে ওরা ধীরে ধীরে

            গড়ে তোলে ভালবাসা- প্রীতি,

হৃদয়ের আঙিনায়                চিরকাল থেকে যায়

            কতশত মধুময় স্মৃতি।


শৈশবে, কৈশোরে.                 থাকে বাঁধা বাহুডোরে

            প্রাণ প্রিয় ওরা যে সকলে,

কাননে ফুটলে ফুল.               গন্ধে করে আকুল

            খোলা মনে কত কথা বলে।


স্নেহ- মায়া- অনুরাগ              মনে রেখে যায় দাগ 

             আবেগের প্রাণভরা টানে,

করে ওরা ছোটাছুটি              হাসাহাসি খুনসুটি

             যোগ হয় জীবনে জীবনে।


যার ছায়াতলে ওরা              খেলাধূলা, ঘোরাফেরা

             চেতনার রঙে উজ্জ্বল -

সেদিনের চারাগাছ               মহীরূহ হয়ে আজ

             দান করে ছায়া সুশীতল।

No comments