মহা শিবরাত্রি উপলক্ষে হলদিয়া পৌরসভার ১৩নম্বর ওয়ার্ডে চিরিঞ্জীবপুর সিপিটি মার্কেটে আমরা সবাই ক্লাবের ভক্তবৃন্দের পরিচালনা অনুষ্ঠিত হলো শিব পূজা ও শিব মন্দিরের দ্বারোদঘাটন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পূর্ব মেদিনীপুর তমলু…
মহা শিবরাত্রি উপলক্ষে হলদিয়া পৌরসভার ১৩
নম্বর ওয়ার্ডে চিরিঞ্জীবপুর সিপিটি মার্কেটে আমরা সবাই ক্লাবের ভক্তবৃন্দের পরিচালনা অনুষ্ঠিত হলো
শিব পূজা ও শিব মন্দিরের দ্বারোদঘাটন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অর্নব দেবনাথ,এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিশু, নারী,সমাজকল্যাণ ও ত্রাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র,তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবীদ অভিষেক দাস, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃনমূল যুব কংগ্রেস কমিটি অন্যতম সদস্য রূত্তিক আদক,হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ, বিশিষ্ট সাংবাদিক দীপকখ পন্ডা , এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।প্রায় একহাজার মেয়েরা টাউনশীপ নদী থেকে জল এনে শিবের মাথায় ডাালেন।
No comments