গ্রামবাসীদের উদ্যোগে রূপনারায়ন নদীর পাড়ে শ্মশান ঘাটে শ্মশান কালী পুজো অনুষ্ঠান চলছে আজ সারা রাত্রি ধরে শ্মশান কালী পুজো অনুষ্ঠান জাকজমকের সহিত চলছে মহিষাদল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কমলপুর রূপনারায়ন নদী …
গ্রামবাসীদের উদ্যোগে রূপনারায়ন নদীর পাড়ে শ্মশান ঘাটে শ্মশান কালী পুজো অনুষ্ঠান চলছে
আজ সারা রাত্রি ধরে শ্মশান কালী পুজো অনুষ্ঠান জাকজমকের সহিত চলছে মহিষাদল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কমলপুর রূপনারায়ন নদী পাড় এলাকার ঈশ্বর সুদর্শন সাঁতরা স্মৃতি শ্মশান ঘাটে । বিগত বছরগুলির ন্যায় এ বছরও কমলপুর গ্রাম নিবাসী ঈশ্বর সুদর্শন সাঁতরা স্মৃতি শ্মশান ঘাটে শ্মশান কালী পূজা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রায় ১৫ ডেসি মল জায়গার উপর প্রাচীর দেওয়া একটি শ্মশানঘাট গ্রামবাসীদের উদ্দেশ্যে দান করেছেন মহিষাদল বাসুলিয়া গ্রামের বাসিন্দা ঈশ্বর সুদর্শন সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে তৎ পত্নী বিন্দুবালা সাঁতরা, তৎ পুত্র ও কন্যাগণ। উপস্থিত শ্মশান ঘাটের পুজো মণ্ডপে গ্রামবাসীরা জানিয়েছেন প্রায় ১২ বছর ধরে এই পূজা অনুষ্ঠানটি চলছে। বাংলা ১৪১২ সালে মহিষাদলের বিশিষ্ট দু,ই ব্যবসায়ী রমেশ সাঁতরা ও সোমেশ সাঁতরা শ্মশান ঘাট নির্মিত করেছেন। গ্রামবাসীরা রূপনারায়ন নদী পাড় এলাকায় যেখানে খুশি মৃতদেহগুলোকে শবদাহ করতেন । কোন একটি নির্দিষ্ট জায়গায় করতেন না।
No comments