Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীরএসপি কোথায়? কাজ করতে ভয় হচ্ছে?' পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সর…

 




পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর

এসপি কোথায়? কাজ করতে ভয় হচ্ছে?' পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর


বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সরকারি দফতরকে কড়াবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্‍‍সনাও করেন মমতা। তিনি বলেন, ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে।'



মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের। তুমি তোমার মতো কাজ করবে, ভাল কাজ করবে বলে ওখানে দিয়েছিলাম। হলদিয়ায় অভিযোগ পেলাম, বাধ্য হয়ে ২জনকে গ্রেফতার করে সরাতে হয়েছে। ওরা এক্সাইজ, ধানুকা ইন্ডাস্ট্রির কাজে অসুবিধে করছিল। কাজ করতে অসুবিধে মনে হলে আমাকে সরাসরি জানাও। কেউ বলে দেবে, এটা করবে না, ওটা করবে না, সেটা শুনবে না। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকে দিয়ে দেখে শেখার নির্দেশ।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএএস, আইপিএসদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। আমলাদের সঙ্গে উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। 


বিভিন্ন দফতরের আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘নিজের দফতরের কাজের খেয়াল রাখতে হবে। শুধু পয়সা দিলাম আর মেলা করালাম, সেটা হলে চলবে না। উপর তলার অফিসাররা নিচের তলায় রিপোর্ট দেয়, কাজ হয়ে গেছে। উপর তলার অফিসাররা নিচের তলায় কাজ ঠেলে দেন। এটা চরম অবহেলার পরিচয়, এমনটা করা চলবে না। সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না।’

No comments