বিদ্যালয় খোলার প্রথম দিনে "প্রাথমিক বিভাগ মহিষাদল গার্লস হাইস্কুল পরিদর্শনে যান মহিষাদল ব্লক এর বিডিও যোগেশ চন্দ্র মন্ডল একমাত্র শিক্ষাই পারে শিশুদের মধ্যে নবচেতনা দেশাত্মবোধ জাগ্রত করতে ---ভগিনী নিবেদিতা । আজ ৭ ফেব্রুয়…
বিদ্যালয় খোলার প্রথম দিনে "প্রাথমিক বিভাগ মহিষাদল গার্লস হাইস্কুল পরিদর্শনে যান মহিষাদল ব্লক এর বিডিও যোগেশ চন্দ্র মন্ডল
একমাত্র শিক্ষাই পারে শিশুদের মধ্যে নবচেতনা দেশাত্মবোধ জাগ্রত করতে ---ভগিনী নিবেদিতা । আজ ৭ ফেব্রুয়ারি ২০২২, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে পড়াশোনা শুরু হয়েছে । কচিকাঁচারা বিদ্যালয়ের ড্রেস পরে উপস্থিত হয়েছে পড়াশুনা করার জন্য বিদ্যালয় গুলিতে । প্রাথমিক বিভাগ মহিষাদল গার্লস হাই স্কুল পরিদর্শনে সকাল এগারটায় যান মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল সহ এলাকার গ্রাম প্রধান প্রদীপ জানা। তিনি প্রায় এক ঘণ্টার বেশি সময় কচিকাঁচাদের সঙ্গে নানান প্রশ্ন উত্তরে থাকেন এবং তাদের জন্য মিড ডে মিলের রান্না করা খাওয়ার পরীক্ষা করে দেখেন। বিদ্যালয়ের বারান্দায় কালো পলিথিন মাটির উপর বিছিয়ে তার উপর কচিকাঁচারা বসে শিক্ষক-শিক্ষিকারা তাদের পঠন --পাঠন পূর্বের মত শুরু করেন। জেলাশাসকের নির্দেশ মেনে তিনি উক্ত বিদ্যালয় পরিদর্শনে যান বলে জানিয়েছেন বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। বিদ্যালয়টিতে ৬জন শিক্ষিকা এবং ৩ জন শিক্ষক কচিকাঁচাদের পাঠ দান করার জন্য রয়েছেন।
No comments