Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে সুর সম্রাজ্ঞী কালজয়ী কণ্ঠ লতা মঙ্গেশকরের মূর্তিতে শ্রদ্ধার সহিত পুষ্পার্ঘ

মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে সুর সম্রাজ্ঞী কালজয়ী কণ্ঠ লতা মঙ্গেশকরের মূর্তিতে শ্রদ্ধার সহিত পুষ্পার্ঘ্যবিদায় সুর সম্রাজ্ঞী কালজয়ী কন্ঠ লতা মঙ্গেশকর। মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে সুর…

 


মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে সুর সম্রাজ্ঞী কালজয়ী কণ্ঠ লতা মঙ্গেশকরের মূর্তিতে শ্রদ্ধার সহিত পুষ্পার্ঘ্য

বিদায় সুর সম্রাজ্ঞী কালজয়ী কন্ঠ লতা মঙ্গেশকর। মহিষাদল পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে সুর সম্রাজ্ঞী কালজয়ী কণ্ঠ লতা মঙ্গেশকরের মূর্তিতে শ্রদ্ধার সহিত পুষ্পার্ঘ এবং মাল্যদান করেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস এবং বিডিও যোগেশ চন্দ্র মন্ডল। এক মিনিট নিরবতা পালন করেন বিভিন্ন আধিকারিক গনেরা । প্রয়াত  লতা মঙ্গেশকরের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস ও ব্লকের ইঞ্জিনিয়ার দেবপ্রতিম পট্টনায়ক। জন্ম ২৮  সেপ্টেম্বর ,১৯২৯ মৃত্যু ৬ ফেব্রুয়ারি, ২০২২ । দেশ -বিদেশ থেকে এসেছে শোক বার্তা । দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্তব্ধ মুম্বাই -এর বিনোদন ইন্ডাস্ট্রি। শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সচিন তেন্ডুলকরের মতো তারকারা। রবিবার সকাল 8 টা 12 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । 25 হাজারের বেশি গান তিনি গিয়েছিলেন। তার  মারাঠি বর্ণমালার শিক্ষা । অভিনয়ওগানের তালিম বাবা দিনানাথ মঙ্গেশকরের কাছ থেকে ।

No comments