আমার চোখে আগামী কালের মেঘ
জীবনের শোক-তাপ ভুলে ছিলাম তোমার বিহনে।
যা কিছু জীর্ণতা-যা কিছু ব্যর্থতা ছিল আমার-সব টুকু গ্রাস করে নিয়েছিল তোমার ওই অবুঝ চোখ আর তোমার দীপ্তমান শুদ্ধতা!
বুকের মধ্যে খেলা করে আজ মরীচিকা শূন্যতা।তোমার ওই লোভনী…
আমার চোখে আগামী কালের মেঘ
জীবনের শোক-তাপ ভুলে ছিলাম তোমার বিহনে।
যা কিছু জীর্ণতা-
যা কিছু ব্যর্থতা ছিল আমার-
সব টুকু গ্রাস করে নিয়েছিল
তোমার ওই অবুঝ চোখ আর
তোমার দীপ্তমান শুদ্ধতা!
বুকের মধ্যে খেলা করে আজ মরীচিকা শূন্যতা।
তোমার ওই লোভনীয় চোখ-
মোহনীয় সলাজ হাসি-
আর শব্দশৈলী কণ্ঠস্বর-
বন্ধ করে দিয়েছে আমার গন্তব্যের সব ক'টা রাস্তা!
তোমার বেনারসী শাড়ির ভাঁজে
তাই আজ আর আমি ন্যাপথলিনের গন্ধ খুঁজি না।
আমার বন্ধ দরজায়
কে যেন রহস্যময় কড়া নেড়ে যায়!
বলে দিয়েছি তাকে রোরুদ্যমান চিৎকারে-
বাড়ি নেই আমি হে অদৃশ্য আগন্তুক
তুমি ফিরে যাও ফিরে যাও!
আমার চোখে আগামী কালের পরিপূর্ণ মেঘ
ভাসিয়ে নিতে এলাম তার সোমরস ভরা জনপদ!
আকাশের আঙিনায় আজ শুরু হয়েছে
মেঘেদের ভাঙচুর!
-----------------------
দেবাশীষ সান্যাল
No comments