বাংলার হিন্দুরা ভেজাল, ৫০০ টাকায় বিক্রি হয় প্রদীপ কুমার মাইতি ,পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে চারগোলিয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রামপুজা উদ্বোধন এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা …
বাংলার হিন্দুরা ভেজাল, ৫০০ টাকায় বিক্রি হয়
প্রদীপ কুমার মাইতি ,পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামে নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে চারগোলিয়াতে জয় শ্রীরাম সংঘের উদ্যোগে রামপুজা উদ্বোধন এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এ রাজ্যের হিন্দুদের ভেজাল বলে দাবি করলেন৷
গত বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে এসে তিনি তার বক্তব্যে বলেন, “উত্তরপ্রদেশে রাম মন্দির প্রতিষ্ঠা হবে। এ বিষয়ে কোন প্রশ্ন নেই৷ সেখানে কোনও ভেজাল হিন্দু থাকে না। সেখানকার হিন্দু বিক্রি হয় না। এখানকার হিন্দুরা টাকায় বিক্রি হয়। আবার কেউ কেউ ৫০০ টাকার বিনিময় ভোট দিয়েছে।’’
দাবি করেছেন, ‘‘সবাই নয়, বেশিরভাগ কিন্তু আমাকে ভোট দিয়েছ৷ এখানকার অনেক জালি হিন্দু রয়েছে। তা না হলে সুবোধ সরকার ও বিকাশ ভট্টাচার্য প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খায়?’’ একই সঙ্গে মুখ খুলেছেন গরু পাচার কাণ্ডে৷ দাবি করেছেন, অবিলম্বে অনুব্রতকে জেলে ভরা হোক৷
শুভেন্দুর কথায়, ‘‘এনামুল আর অনুব্রত মণ্ডল দুজনে বন্ধু। এত দেরি করে ডাকলে কেন? শুধু ডাকলে হবে না, ভেতরে ঢুকিয়ে দিতে হবে। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডল একেবারে যৌথ ব্যবসা করতেন। দুজন মিলে রাইস মিল ও গরু পাচারের ব্যবসা করেছেন৷”
শুভেন্দু অধিকারী এই বক্তব্যে তীব্র কটাক্ষ করেছেন নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। সুফিয়ানের কথায়, “ধর্মের উপর আঘাত দিয়ে এসব মন্তব্য করছেন। এর বিচার জনগণই করবে। হিন্দু ধর্মের মানুষরা এর বিচার করবে।’’
শুভেন্দুকে কটাক্ষ করে বলেছেন, ‘‘হিন্দুরা কখনও বিক্রি হয় না। হিন্দুদের মধ্যে শুভেন্দু অধিকারী একজন হিন্দু। তিনি বিক্রি হয় পয়সায়, রাজনীতি দল পরিবর্তন করেন। হিন্দুদের ধর্ম নিয়ে যে কলঙ্ক করছেন হিন্দুরাই ভোটের ব্যালটে যোগ্য জবাব দেবেন৷’’
No comments