Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্যাস ট্যাংকারের ধাক্কায় গুরুতর আহত তিন স্কুল পড়ুয়া

গ্যাস ট্যাংকারের ধাক্কায় গুরুতর আহত তিন স্কুল পড়ুয়া
নন্দকুমার থানার অন্তর্গত হলদিয়া মেছেদা রাজ্য সড়কে আবারো দুর্ঘটনার কবলে শ্রীকৃষ্ণ পুর হাই স্কুল তিন ছাত্রী নাম কৃষ্ণা পাত্র কেয়া পাত্র স্বপ্না কপাট তিনজনেই স্কুলে মাধ্যমিকে…




 গ্যাস ট্যাংকারের ধাক্কায় গুরুতর আহত তিন স্কুল পড়ুয়া


নন্দকুমার থানার অন্তর্গত হলদিয়া মেছেদা রাজ্য সড়কে আবারো দুর্ঘটনার কবলে শ্রীকৃষ্ণ পুর হাই স্কুল তিন ছাত্রী নাম কৃষ্ণা পাত্র কেয়া পাত্র স্বপ্না কপাট তিনজনেই স্কুলে মাধ্যমিকের এডমিট আনতে যাচ্ছিল নন্দকুমার থেকে পেটে গ্যাস ট্যাংকার দ্রুতগতিতে এসে ধাক্কা মেরে পালিয়ে যায় তাদের মধ্যে একজন গুরুতর আহত তাকে তমলুক থেকে পিজি হাসপাতালে রেফার করা হয়েছে দুজন তমলুকে চিকিৎসাধীন।

এই ঘটনাকে কেন্দ্র করে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ।

অভিযোগ প্রতিনিয়ত টোল ট্যাক্স বাঁচাতে বড় বড় লরি গ্যাস ট্যাংকার তেল ট্যাংকার হলদিয়া মেছেদা রাজ্য রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করে তার ফলেই এই ঘটনা।

বিক্ষোভ স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘসময় স্কুলে থাকা সত্বেও প্রায় এক ঘন্টা নাক ছাত্রীর খোঁজখবর নেওয়া স্কুলের হেডমাস্টারের পর বিক্ষোভ দেখায় অভিভাবকরা অবশেষে নন্দকুমার থানা পুলিশের তত্ত্বাবধানে অবরোধ উঠে যান চলাচল সচল হয়।

No comments