Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪০ বছর পূর্তি উৎসব' হলদিয়া রেফারিজ্ এ্যন্ড আম্পায়ার্স এ্যসোসিয়েশান

৪০ বছর পূর্তি উৎসব' সুতাহাটা রেফারিজ্ এ্যন্ড আম্পায়ার্স এ্যসোসিয়েশান 

হলদিয়া মহকুমায় ফুটবল টুর্নামেন্টের সংখ্যা অনেক।বহু বছর পূর্বে পশ্চিম মেদিনীপুর শহর থেকে রেফারি এসে এখানে খেলা পরিচালনা করতেন।
কিন্তু অনেক সময় যথা সময়ে…

 



৪০ বছর পূর্তি উৎসব' সুতাহাটা রেফারিজ্ এ্যন্ড আম্পায়ার্স এ্যসোসিয়েশান 



হলদিয়া মহকুমায় ফুটবল টুর্নামেন্টের সংখ্যা অনেক।বহু বছর পূর্বে পশ্চিম মেদিনীপুর শহর থেকে রেফারি এসে এখানে খেলা পরিচালনা করতেন।


কিন্তু অনেক সময় যথা সময়ে রেফারিরা মাঠে পৌঁছতে পারতেন না। সমস্যা হত অনেক। ফোনের ব্যপক প্রচলন ছিল না।তাই কি কারনে রেফারি আসতে পারেন নি,তা জানা সম্ভব ছিল না।

এই সমস্যা দূর করার জন্য হলদিয়ার কিছু ক্রীড়াপ্রেমী মানুষ মূলত স্কুল শিক্ষক 

দূর্গাচকের তরুণ সংঘের ঘরে ৩৯ বছর পূর্বে ১৯৮২ সালে সুতাহাটা রেফারিজ্ এ্যন্ড আম্পায়ার্স এ্যসোসিয়েশান গঠন করেন।


পরবর্তী সময়ে জেলা রেফারি এ্যসোসিয়েশান গঠন হওয়ার পর সেখান থেকে এ্যফিলিয়েশান নিয়ে সংস্থার নাম হয় হলদিয়া রেফারিজ এ্যন্ড আম্পায়ার্স এ্যসোসিয়েশান।

প্রতিষ্ঠাতা সদস্যাদের অনেকেই আর নেই।যাঁরা আছেন তাঁদের কে সম্মান জানাতে '৪০ বছর পূর্তি উৎসব' ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি আইকেয়ার নলেজ সিটি,হলদিয়াতে অনুষ্ঠিত হল। 


প্রথম দিন এইচ আই টির শীততাপ নিয়ন্ত্রিত সভা গৃহে সম্বর্ধনা দেওয়া হয় সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য,


পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় রেফারি, জেলা ও রাজ্য রেফারি সংস্থার কর্মকর্তা এবং রেফারি পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের। 

মঞ্চে অতিথর আসন অলংকৃত করেন প্রাক্তন সাংসদ ও বিধায়ক ড.লক্ষ্মন চন্দ্র শেঠ, হলদিয়া পৌরসভার পৌরপিতা সুধাংশু শেখর মন্ডল,দ্রোনাচার্য ড.তপন কুমার পানিগ্ৰাহী,পদ্মশ্রী বুলা চৌধুরী, অর্জুন শান্তি আইচ মল্লিক,প্রাক্তন ফিফা রেফারি এবং বর্তমান A I F F এর রেফারি প্রশিক্ষক ও ম্যাচ কমিশনার অনামিকা সেন, আন্তর্জাতিক সাঁতারু সঞ্জীব চক্রবর্তী, বাংলা ফুটবল দলের কোচ দোলা মুখার্জি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেক মোজাফ্ফর, হলদিয়া পৌরসভার পৌর পারিষদ সেক আজগর আলী ও গোপাল চন্দ্র দাস,প্রাক্তন পৌর পারিষদ অশোক কুমার পট্টনায়েক,আই কেয়ার,হলদিয়ার সম্পাদক আশীষ লাহিড়ী, জেলা রেফারি সংস্থার সম্পাদক ত্রিদিব হাজরা,শিক্ষারত্ন দীপনারায়ন জানা ও জাতীয় রেফারি রঞ্জিত বক্সী। 

 দ্বিতীয় দিন সাংবাদিক, হলদিয়া পৌরসভা,আই কেয়ার,ভেটারেন ও রেফারি এ্যসোসিয়েশান - এই ৫ টি দলকে নিয়ে ,গৌতম বুদ্ধ মৈত্রী কাপ' ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্ধোধন করেন হলদিয়া পৌরসভার পৌর পিতা মাননীয় সুধাংশু শেখর মন্ডল

চ্যাম্পিয়ন হয় -হলদিয়া পৌরসভা(২)

গোলদাতা- সুকান্ত দাস, কৃষ্ণেন্দু দাস

রানার্স হয় - হলদিয়া রেফারিজ এ্যন্ড আম্পায়ার্স  এ্যসোসিয়েশান(০)

পুরস্কার গুলো তুলে দেন

ড.লক্ষন চন্দ্র শেঠ,প্রাক্তন সাংসদ ও বিধায়ক

আশীষ লাহিড়ী, সম্পাদক, আই কেয়ার, হলদিয়া

সব্যসাচী ত্রিপাঠী, কোষাধ্যক্ষ,প:ব:টিটি  এ্যসোসিয়েশান। 

রাধাকান্ত চক্রবর্তী,প্রাক্তন শিক্ষক ও হলদিয়া রেফারি এ্যসোসিয়েশান এর কর্মকর্তা

No comments