তিন দিনের দিনরাত নক-আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় করতিন দিনের দিনরাত নক-আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে।…
তিন দিনের দিনরাত নক-আউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর
তিন দিনের দিনরাত নক-আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ৮টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছে। মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের টিকরাপাড়া রেইনবো ইথেলেটিক ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোর্তিন্ময় কর। তিনি বলেন, খেলাধুলোর মাধ্যমে শরীরচর্চার বিকাশ ঘটে। তাই ইন্টারনেটের যুগে এলাকার যুবকদের ফুটবল খেলার প্রতি ঝোঁক বাড়াতে হবে। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পটাশপুরের ওসি দীপক কুমার চক্রবর্তী, পটাশপুর-২ ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ, শ্রীরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান দিলীপ রায় এবং জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস প্রমুখ। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা তথা পটাশপুরের ভূমি কর্মাধ্যক্ষ স্বপন মাইতি জানিয়েছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ৬০ হাজার ও ৪০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হবে।
No comments