Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মায়াচরের উমা ইটভাটার পাশে রূপনারায়ন নদীর চর থেকে একটি অপরিচিত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল শ্যামপুর থানার পুলিশ প্রশাসন

মায়াচরের উমা ইটভাটার পাশে রূপনারায়ন নদীর চর থেকে একটি অপরিচিত  রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল শ্যামপুর থানার পুলিশ প্রশাসন।  ২৪ ফেব্রুয়ারি২০২২ , বৃহস্পতিবার ভোর সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্ভুক্ত অমৃতবেড়িয়া গ…

 




 মায়াচরের উমা ইটভাটার পাশে রূপনারায়ন নদীর চর থেকে একটি অপরিচিত  রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল শ্যামপুর থানার পুলিশ প্রশাসন।

  ২৪ ফেব্রুয়ারি২০২২ , বৃহস্পতিবার ভোর সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্ভুক্ত অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মায়াচর এলাকার  উমা ইটভাটার পাশে রূপনারায়ন নদীর চরে একটি অপরিচিত রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে ইটভাটার শ্রমিকরা। খবর জানাজানি হওয়ার পর  মায়াচর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।খবর পেয়ে মায়াচর এর সিভিক ভলেন্টিয়ার কাশীনাথ মাল মৃতদেহটিকে দেখতে যান। খবর দেন শ্যামপুর থানার পুলিশ প্রশাসনকে। শ্যামপুর থানার পুলিশ প্রশাসন এসে রূপনারায়ন নদীর জোয়ারের আগেই মৃতদেহটি উদ্ধার করে কমলপুর গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। অপরিচিত মৃতদেহটির বয়স প্রায় 40 বছর। পরনে কালো রঙের ফুল প্যান্ট এবং গায়ে হলুদ রঙের ফুলহাতা গেঞ্জি পরা অবস্থায় নদীর চর থেকে উদ্ধার করে। ডান দিকের কান থেকে রক্ত বের হতে দেখা যায় বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ অফিসার গন। উদ্ধার করা মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্যামপুর থানার অফিসার ইনচার্জ তন্ময় ভট্টাচার্য।

No comments