Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ন নদীর চর থেকে উদ্ধার করা মৃত বিনোদ রজক-

রূপনারায়ন নদীর চর থেকে উদ্ধার করা মৃত বিনোদ রজক-
একটি অপরিচিত যুবকের পচা গলা  মৃতদেহের ঠিকানা উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ প্রশাসন। গত ইং১৭ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার মহিষাদল থানার অন্তর্গত  বাঁকা  গাজীপুর রোজ ইটভাটার পাশে র…

 






 রূপনারায়ন নদীর চর থেকে উদ্ধার করা মৃত বিনোদ রজক-


একটি অপরিচিত যুবকের পচা গলা  মৃতদেহের ঠিকানা উদ্ধার করল মহিষাদল থানার পুলিশ প্রশাসন। গত ইং১৭ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার মহিষাদল থানার অন্তর্গত  বাঁকা  গাজীপুর রোজ ইটভাটার পাশে রূপনারায়ন নদীর চরে একটি অপরিচিত পচা-গলা যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। দেখার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী মহিষাদল থানার পুলিশ প্রশাসনকে মৃতদেহের বর্ণনা দিয়ে খবর দেন। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন মৃতদেহটিকে উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে  হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে জেলা হাসপাতালে পাঠান। তাঁর পরনে একটি কালো রঙের ফুল প্যান্ট এবং গায়ে একটি কালো রঙের গেঞ্জি পরা ছিল। কালো রঙের ফুল প্যান্টের পকেটে একটি এন্ড্রয়েড মোবাইল ছিল। মৃতদেহের পকেট থেকে উদ্ধার করা এন্ড্রয়েড মোবাইলটির ডিটেলস জানার জন্য মহিষাদল থানার তদন্তকারী অফিসার সি.এম .জি ( C.M.G. --CELL )সেলে পাঠান । সি.এম.জি সেল থেকে উদ্ধার হয় মৃতদেহটির প্রকৃত বাড়ির ঠিকানা। মৃতদেহটির নাম বিনোদ রজক, বয়স 40 বছর অবিবাহিত ।বাবার নাম বলরাম  রজক, হাওড়া(বালি ) নিচিন্দা থানার  রামচন্দ্রপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা । মৃত বিনোদ রজক পেশায় ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করত। বলে জানিয়েছেন তার বড়দাদা চন্দ্র প্রকাশ রজক । চন্দ্র প্রকাশ রজক তদন্তকারী অফিসার এর কাছে বলেন আমরা তিন ভাই, বাবা- মা জীবিত আছেন। গত সাইক্লোনে আমাদের বাড়ি ঘর জলে ডুবে যায়। তিন ভাই মিলে বাবা-মায়ের উপস্থিতিতে  বাড়ি তৈরি করার একটি আলোচনা সভা হয়। সেই সভাতে বিনোদ জানিয়ে দেন ।আমি কোন টাকা পয়সা দিতে পারব না এবং বাড়িতেও থাকব না। আলোচনার শেষ পর্ব থেকে বিনোদ বাড়ি থেকে বেরিয়ে যায় । গত ইং  ১ ফেব্রুয়ারি২০২২, মঙ্গলবার   বাড়ির লোকজন  বিনোদ রজক --এর  দেহের বর্ণনা দিয়ে একটি মিসিং ডায়েরি করেন  হাওড়া বালি নিচিন্দা থানায়। মহিষাদল থানার তদন্তকারী অফিসার মলয়অধিকারী উদ্ধার করা মৃতদেহের ঠিকানা নিয়ে নিচিন্দা  থানায় যোগাযোগ করে ঘটনার কথা জানায় । গতকাল  ২৩শে ফেব্রুয়ারি২০২২, বুধবার তমলুক জেলা সদর হাসপাতাল থেকে উদ্ধার করা মৃতদেহটি তার বড়দাদা চন্দ্র প্রকাশ রজক বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছেন মহিষাদল থানার অফিসার ইনচার্জ স্বপন গোস্বামী।

No comments