Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর উদ্যোগে হলদিয়াতে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শিবির

পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর উদ্যোগে হলদিয়াতে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শিবির 

পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর পরিচালনায় যে সকল খেলোয়াড় পাঞ্জাবে জাতীয় স্তরে রাজ্যের হয়ে খেলতে যাইবে সৈই সকল খে…

 




পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর উদ্যোগে হলদিয়াতে অনুষ্ঠিত হলো জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন শিবির 



পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর পরিচালনায় যে সকল খেলোয়াড় পাঞ্জাবে জাতীয় স্তরে রাজ্যের হয়ে খেলতে যাইবে সৈই সকল খেলোয়াড়দের নিয়ে  আজ ১৯/০২/২২ তারিখ  ও কাল ২০/০২/২২ তারিখ দুইদিন ধরে শেষ্টোবল এর অনুশীলন শিবির অনুষ্ঠিত হচ্ছে হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতনের মাঠে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর সভাপতি অর্নব দেবনাথ,প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিশু, নারী, সমাজকল্যাণ ও ত্রাণ শিবিরের কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র,পুনর্বাসন বিদ্যানিেকতনে প্রধানশিক্ষক ডঃ তপন কুমার জানা, ঢেকুয়া বিবেকানন্দ উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিন্দ্রনাথ গায়েন,বিশিষ্ট সমাজসেবীকা রেবতী করণ,হাসনুহানা পত্রিকার সম্পাদক অরুণ কুমার দাস,বিশিষ্ট শিক্ষক সুকুমার শেঠ,বিশিষ্ট কবি মতিলাল দাস,বিশিষ্ট সমাজসেবীকা মিনাক্ষী মাইতি, ডাঃ সুণীল দাস অধিকারী,এছাড়াও অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ,উক্ত অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর উদ্যোগে সমস্ত খেলোয়াড়দের জার্সী,প্যান্ট তুলে দেওয়া হয় এবং সকল খেলোয়াড় কে পূর্ব মেদিনীপুর শেষ্টোবল এসোসিয়েশন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।উক্ত অনুশীলন শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৪২ জন (৪টা টিম) খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

No comments