ইউরিকা ক্রিকেট ২০২২দীর্ঘ কয়েক বৎসর বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করার পর এবার শিল্পশহর হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার শ্রমিক-কর্মচারীদের নিয়ে ইউরিকা ক্রিকেট 2022 হতে চলেছে জানালেন সংস্থার সম্পাদক শান্তনু মন্ডল। এবারে ইউরো কাপ 20…
ইউরিকা ক্রিকেট ২০২২
দীর্ঘ কয়েক বৎসর বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করার পর এবার শিল্পশহর হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার শ্রমিক-কর্মচারীদের নিয়ে ইউরিকা ক্রিকেট 2022 হতে চলেছে জানালেন সংস্থার সম্পাদক শান্তনু মন্ডল। এবারে ইউরো কাপ 2022 এ যারা অংশগ্রহণ করছেন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ইলেক্ট্রো স্টিল কাস্টিং লিমিটেড,এম সি পি আই প্রাইভেট লিমিটেড, আদানী উইলমার লিমিটেড, ইমামি এগ্রোটেক লিমিটেড, হলদিয়া পেট্রোনাস লিমিটেড, টাটা স্টিল লিমিটেড, ইন্ডিয়ান অয়েল মারকেটিং ডিভিশন, ইন্ডিয়ান অয়েল রিফাইনারি,ভারত পেট্রোলিয়াম কর্পোরেট লিমিটেড, ইন্ডিয়ান অয়েল পাইপলাইন ডিভিশন, হলদিয়া ডক কমপ্লেক্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড , এক্সাইড ইন্ডাস্ট্রি লিমিটেড, ইন্দরামা ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড। আগামী ২৬- ২৭ ফেব্রুয়ারি দুর্গাচক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইউরিকা ক্রিকেট চাম্পিয়নশিপ 2022।
No comments