উদ্বোধন হল নাট্যোৎসব- 2022 মহিষাদল ছোলাবাড়ি প্রাঙ্গণে দ্বাদশ বর্ষের নাট্যোৎসব -- 2022 উদ্বোধন হল মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে। আয়োজনে মহিষাদল নাট্যোৎসব ওয়েলফেয়ার কমিটির সদস্যবৃন্দগণ। প্রয়াত ভাস্কর চন্দ্র মান্না, ড…
উদ্বোধন হল নাট্যোৎসব- 2022 মহিষাদল ছোলাবাড়ি প্রাঙ্গণে
দ্বাদশ বর্ষের নাট্যোৎসব -- 2022 উদ্বোধন হল মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি প্রাঙ্গণে। আয়োজনে মহিষাদল নাট্যোৎসব ওয়েলফেয়ার কমিটির সদস্যবৃন্দগণ। প্রয়াত ভাস্কর চন্দ্র মান্না, ডা: শঙ্কর প্রসাদ শেঠ ও শিক্ষক অপূর্ব জানার স্মৃতি মঞ্চে উদ্বোধন করলেন প্রদীপ প্রজ্জ্বলন করে কলকাতার বিশিষ্ট নাট্যকার শ্রী বিজয় মুখোপাধ্যায় ও শ্রী মুরারী মুখোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ,মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, মহিষাদলের বিশিষ্ট শিক্ষাবিদ তথা মহিষাদল রাজ কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তনঅধ্যাপক হরিপদ মাইতি ও বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মাইতি সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক হরিপদ মাইতি এবং সঞ্চালক ছিলেন প্রণব দাস বায়েন।
No comments