Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুল ছাত্রী সায়ন্তনী বেরার আর বাড়ি ফেরা হলো না

স্কুল ছাত্রী সায়ন্তনী বেরার আর বাড়ি ফেরা হলো না 
  স্কুল যাওয়ার পথে লরির ধাক্কায় সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু । মৃত্যুকে ঘিরে মহিষাদল এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় । উত্তেজিত জনতা লরিটি কে ভাঙচুর করতে থাকে। লরি চালক পলাতক…

 




 স্কুল ছাত্রী সায়ন্তনী বেরার আর বাড়ি ফেরা হলো না 


  স্কুল যাওয়ার পথে লরির ধাক্কায় সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃত্যু । মৃত্যুকে ঘিরে মহিষাদল এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় । উত্তেজিত জনতা লরিটি কে ভাঙচুর করতে থাকে। লরি চালক পলাতক  । ছাত্রীটির নাম সায়ন্তনী বেরা , বাবার নাম নারায়ন বেরা বাড়ি মহিষাদল গার্লস কলেজের একেবারেই পাশে রঙ্গী বসান গ্রামে। দুর্ঘটনার সময় 10:30 মিনিট। স্থান মহিষাদল রঙ্গী বসান গেঁওখালি বাস রাস্তার উপর তিলোত্তমা গিল দোকান ও গুড্ডু জেরক্স সেন্টারের সামনে। স্কুল যাওয়ার সময় বাড়ি থেকে সাইকেল নিয়ে দুজন বেরিয়েছে সংঘমিত্রা জানা নবম শ্রেণীর ছাত্রী এবং সায়ন্তনী বেরা সপ্তম শ্রেণীর ছাত্রী একই স্কুলে। সামনে সাইকেল নিয়ে রয়েছে সংঘমিত্রা এবংপিছনে সায়ন্তনী বেরা। মহিষাদল আসার পথেই বাস রাস্তার পাশে একটি লরি দাঁড়িয়ে থাকে। পিছন দিক থেকে একটি লরি পাশ দিয়ে আসার সময় সায়ন্তনী র  উপর দিয়ে রেসিং সাইকেল সহ চালিয়ে দেয়। পথচলতি এবং আশেপাশে মানুষজনদের চিৎকার দাঁড়াও দাঁড়াও। কিন্তু গাড়ির ড্রাইভার কিছুতেই গাড়িটি কে দাঁড় করালো না সায়ন্তনীর সাইকেল টিকে নিয়ে টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে মহিষাদল সিনেমা মোড়ের দিকে। এই ধরনের লরির দুর্ঘটনা আজ পর্যন্ত চোখে দেখেননি বললেন অবসরপ্রাপ্ত জয়েন্ট বিডিও  কার্তিক চন্দ্র জানা । রাস্তার পশ্চিম দিকে কার্তিক বাবুদের একটি জেরক্স দোকান রয়েছে। ঘটনাটি ঘটেছে  রাস্তার পূর্ব দিকে দোকানের সামনে। ছাত্রীটির  এই রূপ মর্মান্তিক দুর্ঘটনা ৬৬ বছর বয়সে কার্তিক বাবু চোখে দেখেননি। কাত্তিক বাবুর বাড়ি মহিষাদল থানার গাজীপুর গ্রামে ।তিনি পুরুলিয়া ঝালদা 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ছিলেন।  স্কুলছাত্রী টির দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষিকা গনে রা প্রথমে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল যান। ওখান থেকে ছাত্রীটিকেস্থানান্তরিত করে তমলুক জেলা হাসপাতালে। চিকিৎসকগণ বলেন ঘটনাস্থলে ছাত্রীটির মৃত্যু হয়। স্কুলের শিক্ষিকা গণেৱা ও তমলুক জেলা হাসপাতাল যান। মহিষাদল এলাকাজুড়ে একটা শোকের ছায়া নেমে আসে প্রত্যেক অভিভাবক অভিভাবিকা এবং স্কুল ছাত্র-ছাত্রীদের কাছে। বর্তমানে রাস্তার উপর দিয়ে গাড়ির চালকরা নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে । তার মৃত্যুর সংবাদ শুনে মহিষাদল  গয়েশ্বৱী গার্লস হাই(  স্কুলের প্রধান শিক্ষিকা দুঃখে ভেঙে পড়েছেন। ঘটনাস্থলে তদন্ত করতে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ট্রাফিক পুলিশ পবিত্র কুমার বারিক । 

লরিটি নম্বর WB -29A .9292 ।

No comments