Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল নিহাৱীকা ক্লাবের ৫ম বর্ষে শ্রী শ্রী মদন চাঁদ জীউ --র শুভাগমন উপলক্ষে ভোগের মহাপ্রসাদ বিতরণ

মহিষাদল নিহাৱীকা ক্লাবের ৫ম  বর্ষে শ্রী শ্রী মদন চাঁদ জীউ --র শুভাগমন উপলক্ষে ভোগের মহাপ্রসাদ বিতরণ
 ভোগের মহাপ্রসাদ বিতরণ করলেন মহিষাদলের সমাজসেবী সংস্থা নিহারীকা ক্লাবের সদস্য-সদস্যাগণ। বিগত বছরগুলি ন্যায় এ বছরও তারা কোভিড পরি…

 




 মহিষাদল নিহাৱীকা ক্লাবের ৫ম  বর্ষে শ্রী শ্রী মদন চাঁদ জীউ --র শুভাগমন উপলক্ষে ভোগের মহাপ্রসাদ বিতরণ


 ভোগের মহাপ্রসাদ বিতরণ করলেন মহিষাদলের সমাজসেবী সংস্থা নিহারীকা ক্লাবের সদস্য-সদস্যাগণ। বিগত বছরগুলি ন্যায় এ বছরও তারা কোভিড পরিস্থিতিতে সরকারের ঘোষিত  বিধি নিষেধ মেনেই মহিষাদলের  উৎসব ভবনে শ্রী শ্রী মদন চাঁদ জীউর ৫ম বর্ষ- এর শুভাগমন উপলক্ষে নিমন্ত্রণ অতিথি থেকে শুরু করে এলাকার মানুষজন দেরকে ভোগের প্রসাদ বিতরণ করলেন। বলে জানিয়েছেন সংস্থার সভাপতি জীবন দে । ইং ৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে মদন জীউ-র শুভাগমন হয় বলে জানান সংস্থার সম্পাদক মানস বেরা । গতবছর করোনা আবহের সংক্রামনের জন্য ভোগের মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল বলে জানান সংস্থার সদস্য উজ্জ্বল সামন্ত।

No comments