একদিবসীয় দিনরাত ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ভাটদা প্রতীক সংঘের উদ্যোগে স্থানীয় হরিমন্দির প্রাঙ্…
একদিবসীয় দিনরাত ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর বিভিন্ন প্রান্তের মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মাঠে ভীড় ছিল ভালোই। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের ভাটদা প্রতীক সংঘের উদ্যোগে স্থানীয় হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় ভলিবল প্রতিযোগিতা। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা কৃষ্ণপদ বেজ ও অমলেশ পাহাড়ী জানিয়েছেন, চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ টাকা-সহ ট্রফি তুলে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা প্রতিমা গিরি, সমাজসেবী অমল জানা, গৌরাঙ্গ মাঝি, মণিময় করমহাপাত্র। তবে খেলা পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ সৌরভ প্রধান।
No comments