কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে রাস্তায় ফাটল প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রূপনারায়ণ নদীর বাঁধ বসে গিয়ে ফাটল দেনান ইউনাইটেড ( পাঞ্জাব ব্যাঙ্ক ) থেকে প্রায় ১০০ মিটার নদীর বাঁধের রাস্তায় ফাটল,এলা…
কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে রাস্তায় ফাটল
প্রদীপ কুমার মাইতি,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রূপনারায়ণ নদীর বাঁধ বসে গিয়ে ফাটল দেনান ইউনাইটেড ( পাঞ্জাব ব্যাঙ্ক ) থেকে প্রায় ১০০ মিটার নদীর বাঁধের রাস্তায় ফাটল,এলাকায় আতংক। এই নদী বাঁধ দিয়ে বহু মানুষ এর যাতায়াত। সামনেই কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্র। তায় এই বাঁধ যদি ভেঙ্গে জায় তাহলে এলাকার প্রচুর ক্ষতি হোতে পারে। কোলাঘাট ব্লক কংগ্রেস পক্ষ থেকে এলাকা পরিদর্শন করলেন ও স্থায়ী সমস্যা সমাধান কংক্রিটের ঢালাই নদীর বাঁধ নির্মাণ ও নদীর বাঁধের ধারে একাধিক নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ প্রতিবাদ ও উপযুক্ত ব্যাক্তি ও জড়িত অফিসারদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি করলেন এবং আগামী দিনে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন ।
No comments