মহিষাদল রবীন্দ্র শিশুবিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র শিক্ষিকারা মায়ের সামনে
মহিষাদল রবীন্দ্র শিশু সদন -এর সরস্বতী পুজোর বিসর্জনের দিনে সদনের শিক্ষিকারা মায়ের সামনে উপস্থিত হয়ে প্রার্থনা করছেন। আগামীকাল থেকে সদনের কচিকাঁচারা স্কুল…
মহিষাদল রবীন্দ্র শিশুবিদ্যালয় ও শিশু বিকাশ কেন্দ্র শিক্ষিকারা মায়ের সামনে
মহিষাদল রবীন্দ্র শিশু সদন -এর সরস্বতী পুজোর বিসর্জনের দিনে সদনের শিক্ষিকারা মায়ের সামনে উপস্থিত হয়ে প্রার্থনা করছেন। আগামীকাল থেকে সদনের কচিকাঁচারা স্কুলে এসে যাহাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে । শিশু বিকাশ কেন্দ্রেরএক শিক্ষিকা উমা দাস বায়েন বলেন আগামী কাল থেকে কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে স্কুলের বাইরে ফাঁকা গাছের তলায় সরকারের ঘোষিত নিয়ম মেনেই পড়াশোনা করাতে হবে ।
No comments