Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক বুক পটাশপুর এ রতন কুমার সাউ

মানবিক বুক পটাশপুর এ রতন কুমার সাউপূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর 2 ব্লকে পঁচেট গ্রাম পঞ্চায়েতে চন্দনপুর গ্রামে চয়নিক বাটুলের বাড়িতে মা লক্ষীপ্রিয়া সোসাইটির করর্ণধার রতন কুমার সাউ।কিছু দিন আগে প্রতিবন্ধী চয়নিকা বাটুলের হাতে শ্রিক্ষা…

 



মানবিক বুক পটাশপুর এ রতন কুমার সাউ

পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর 2 ব্লকে পঁচেট গ্রাম পঞ্চায়েতে চন্দনপুর গ্রামে চয়নিক বাটুলের বাড়িতে মা লক্ষীপ্রিয়া সোসাইটির করর্ণধার রতন কুমার সাউ।কিছু দিন আগে প্রতিবন্ধী চয়নিকা বাটুলের হাতে শ্রিক্ষা সামগ্রী ও খদ‍্য সামগ্রী তুলে দিয়ে ছিলেন।চয়নিকা রতন বাবুর কাছে আবেদন রাখে 

স্কুলে যাও জন‍্য হুইল রিক্সা। ৪ জানুয়ারি আজ বৃষ্টিতে ভেজে তার বাড়িতে গিয়ে হুইলচেয়ার দিয়ে আসেন। এছাড়া এই এলাকায়  50 জন দরিদ্র মানুষের হাতে মশারি তুলে দেন বাড়ি বাড়ি গিয়ে।

No comments