Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রার্থী পছন্দ নয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকের।

প্রার্থী পছন্দ নয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকের।

প্রদীপ কুমার মাইতি,শুক্রবার প্রতিটি পৌরসভার পাশাপাশি তমলুক পৌরসভাতে ঘোষণা হয় প্রার্থী তালিকা।তমলুক পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করার পরেই বিক্ষোভে ফেটে পড়ে আদি…

 




 প্রার্থী পছন্দ নয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকের।



প্রদীপ কুমার মাইতি,শুক্রবার প্রতিটি পৌরসভার পাশাপাশি তমলুক পৌরসভাতে ঘোষণা হয় প্রার্থী তালিকা।তমলুক পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করার পরেই বিক্ষোভে ফেটে পড়ে আদি তৃণমূল কংগ্রেস কর্মীরা।জানা যায় ,প্রার্থী পছন্দ না হওয়ায় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ওই প্রার্থীর বিরুদ্ধে।তমলুক টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বনাথ হাজরা বলেন-"২৫ বছর ধরে দল করছি।তার পরেও তাম্রলিপ্ত পৌরসভার পৌরসভা ভোটে প্রার্থী করা হয়নি আমাকে।দলকে ভুল বুঝিয়েছে অপর এক গোষ্ঠী।ভূল বুঝিয়ে প্রার্থী করা হলোনা আমাকে।বিধানসভা ভোটের পর বিজেপি থেকে যারা তৃণমূল এসেছে তারা পৌরসভার প্রার্থী তালিকায় প্রার্থী পদ পেয়েছেন।কিন্তু আমি এতদিন দল করার পরেও দল আমাকে গুরুত্ব দেয়নি।"তাই এইদিন যুব তৃণমূল কংগ্রেস সভাপতির অনুগামীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তমলুক শহরে।

No comments