Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমর একুশে মাতৃভাষা দিবসে হলদিয়া পৌরসভা

অমর একুশে মাতৃভাষা দিবসে হলদিয়া পৌরসভা

 ভাষা শহীদদের নামে অশোক, পলাশ, স্বর্ণচাঁপা, রুদ্রপলাশ ও কনকচাঁপা পাঁচটি ফুলের গাছ লাগিয়ে সোমবার ভাষা শহীদ স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল হলদিয়া পুরসভা।
এদিন পুরসভার ভাষা উদ্য…

 


অমর একুশে মাতৃভাষা দিবসে হলদিয়া পৌরসভা



 ভাষা শহীদদের নামে অশোক, পলাশ, স্বর্ণচাঁপা, রুদ্রপলাশ ও কনকচাঁপা পাঁচটি ফুলের গাছ লাগিয়ে সোমবার ভাষা শহীদ স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল হলদিয়া পুরসভা।


এদিন পুরসভার ভাষা উদ্যানে গাছ লাগান পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল এবং বিশিষ্টজনেরা। হলদিয়া পুর এলাকার প্রতিটি স্কুল চত্বরে ভাষা শহীদদের স্মরণে এবার গাছ লাগানো হবে বলে এদিন ঘোষণা করা হয়।

এদিন সকালে পুরসভার উদ্যোগে ভাষা দিবসের পদযাত্রায় বাংলা বর্ণমালা নিয়ে সিটি সেন্টার এলাকায় স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ পা মেলান।

পদযাত্রায় হাঁটেন পুর চেয়ারম্যান ও কাউন্সিলাররা। এরপর ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধার্ঘ জানান মানুষজন। সকালের ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামানিক, ভাষা শহীদ দিবস উদযাপন কমিটির সম্পাদক ও পুর পারিষদ জয়ন্তী রায় ও আজিজুল রহমান, স্বপন নস্কর, তিন গবেষক কমলকুমার কুণ্ডু, আশিস দে এবং বিশ্বজিৎ মাইতি। এদিন গান, গীতি আলেখ্য, নৃত্য ও আলোচনার মাধ্যমে সকালের অনুষ্ঠান হয়। বিকেলে ভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ, বিশিষ্ট শিল্পীদের চিত্রকর্মশালা হয় ভাষা উদ্যানে। এদিন পুরসভার পক্ষ থেকে চারজন সাইনবোর্ড শিল্পী ও হলদিয়ার নামী পাঁচ জন চিত্র ও ভাস্কর্য শিল্পীকে সম্মাননা জানায় পুরসভা। সন্ধ্যায় ‘একাকী ঈশ্বর’ নামে বিদ্যাসাগরের উপর নাটক পরিবেশন করে লক্ষ্যা পদাতিক। এদিন হলদিয়া রবীন্দ্র নজরুল মঞ্চে নৃত্যানুষ্ঠান সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অমর একুশ উদযাপিত হয় সঙ্গীত পরিবেশন করেন   মেখলা রায় ও অনন্যা দাশ।

No comments