Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমর২১সে" ২১এর সায়াহ্নে ভাষা -শহীদদের নতশিরে শ্রদ্ধা জানাল সংশপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি

সংশপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে "অমর একুশে" উদযাপন
একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের নতশিরে শ্রদ্ধা জানাল সংশপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি।শ্রদ্ধায় ও ভক্তির ফুলে ভরে উ…

 



সংশপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির উদ‍্যোগে "অমর একুশে" উদযাপন


একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের নতশিরে শ্রদ্ধা জানাল সংশপ্তক হলদিয়া আর্ট অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার সোসাইটি।

শ্রদ্ধায় ও ভক্তির ফুলে ভরে উঠেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের ভাষা শহীদ স্মারক।শিল্পশহর হলদিয়ার প্রখ্যাত নাট্যদল সংশপ্তক হলদিয়া  মাত্র কয়েকদিনের প্রচেষ্টায় অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করল।সংস্থার পক্ষ থেকে সম্পাদক কুনাল নন্দ বলেন সকল সংকট মোকাবিলায় যুগ-যুগান্তরে প্রেরণা জুগিয়ে যাবে একুশ।সকল স্তরে প্রতিষ্ঠা পাক বাংলা।অহংবোধের লাল বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে শহীদ-স্মারক।মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভাষা-শহীদ বরকত,জব্বার,আব্দুস,সালাম প্রমুখের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতেই আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজকের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ সেন,রজনীকান্ত সেন,দ্বিজেন্দ্রলাল রায় ,গগন হরকরার গান পরিবেশন করেন সমবেত ভাবে কয়েকটি গানের দল,যেমন গীতবিতান,আবহমান,১৩এর পল্লী,শঙ্খধ্বনি।কবিতা পাঠ করেন সোমা চক্রবর্তী, স্বপন সমাদ্দার,প্রাণনাথ শেঠ ।বাংলা ভাষার বর্তমান অবস্থা ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বলেন সাহিত্যের বিশিষ্ট শিক্ষক মধুপ রায় , সতীনাথ ভট্টাচার্য্য ও নাট্যব্যক্তিত্ব দেবাশীষ চট্টোপাধ্যায় ।সংশপ্তক এর সদস্যবৃন্দ বাংলা কবিতার এক অনবদ্য কোলাজ উপস্থাপন করেন।হলদিয়ার কৃতি সংগীতশিল্পী জয়দীপ চক্রবর্তী ,সুপান্থ বসুর লেখা গান গাইলেন,শোনালেন মান্নাদের অসামান্য গান তার অসামান্য গায়কীতে।উপস্থিত বক্তারা বাংলা ও অন্যান্য মাতৃভাষার মহত্বের কথা বলেন।ব্যক্তি আবেগ, অনুভূতির চূড়ান্ত প্রকাশ হয় মাতৃভাষার মাধ্যমেই।সংস্থার পক্ষ থেকে সোমা পন্ডা নন্দ শোনান রুদ্র মহম্মদ শহিদুল্লার লেখা গান" আমার ভিতরও বাহিরে,অন্তরে অন্তরে আছো তুমি'।রবীন্দ্রসংগীতের বিশিষ্ট শিক্ষিকা অনন্যা ঘোষ আল মাহমুদের লেখা একটি কবিতা গানেই প্রকাশ করেন।কবিতা,গান,বাঙলা ভাষার চর্চা,রবীন্দ্র নৃত্য ,লোক-সংগীত প্রভৃতির মাধ্যমেই মাতৃভাষার জন্য সুনির্দিষ্ট দিনটি উদযাপিত হয়।লোকসংগীতের কোলাজ উপহার দেন শিল্পী পারিজাত প্রধান । বহুল প্রচলিত ,, প্রতুল মুখোপাধ্যায়ের গান "আমি বাংলায় গান গাই" কবিতা ও গানের মাধ্যমে গাওয়া হয় অনুষ্ঠানের শেষে ।উপস্থিত সব্বাই বলেন যে,,আমাদের মাতৃভাষা বাংলার আরো চর্চা যেমন প্রয়োজন তেমনি বাংলা ভাষার সম্মান ও গৌরব অক্ষুন্ন রাখাও আমাদের কর্তব্য।সমগ্র অনুষ্ঠানটি অসাধারন বাংলা বচনে বিনিসুতোর মালা গেঁথে সঞ্চালনা করলেন বিশিষ্ট শিক্ষক ও সংস্থার অন্যতম সদস্য কৃষ্ণেন্দু মাইতি।অনুষ্ঠান মঞ্চ সেজে উঠেছিল বাংলা বর্ণমালার বিভিন্ন বর্ণের সমাহারে,এই ধরনের মঞ্চ-সজ্জা উপস্থিত দর্শকদেরকে মুগ্ধ করেছিল।দর্শকও শ্রোতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

No comments