Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এর বিরুদ্ধে বন্দরে তোলাবাজির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বন্দরে তোলাবাজির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালে শেখ মোবারক আলী নামে এক ব্যক্তির অভিযোগ ছিল। হলদিয়া বন্দর থেকে ট্রাক…

 



 বন্দরে তোলাবাজির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের


হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালে শেখ মোবারক আলী নামে এক ব্যক্তির অভিযোগ ছিল। হলদিয়া বন্দর থেকে ট্রাকে কয়লা লোডিং এর জন্য প্রতি গাড়ি পিছু ১০০ টাকা করে তোলা নেওয়া হচ্ছে। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে অভিযোগ আনেন মোবারক। আরেক অভিযুক্ত হিসেবে রাজিব পালের নাম উঠে আসে। ঘটনায় রাজীবকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব। সোমবার বিচারপতি রাজাশেখর মন্থা মামলার শুনানির পর গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারপক্ষ সিবিআই তদন্তের বিরোধিতা করে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের আর্জি জানায়। কিন্তু রাজ্যের আবেদন নাকচ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি। নির্দেশে বিচারপতি আরও জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে পুলিশের কাছ থেকে এই মামলা সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও এদিন হলদিয়া না ছাড়ার শর্তে রাজীবের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।

No comments