Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মার্চের গোড়াতেই প্রাথমিক স্তর থেকে খুলছে স্কুল

মার্চের গোড়াতেই প্রাথমিক স্তর থেকে খুলছে স্কুলমার্চের গোড়াতেই প্রাথমিক স্তর থেকে খুলছে স্কুল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, কোভিডের নতুন স্ট্রেইন না এলে ৫০ শতাংশ ছ…

 


মার্চের গোড়াতেই প্রাথমিক স্তর থেকে খুলছে স্কুল

মার্চের গোড়াতেই প্রাথমিক স্তর থেকে খুলছে স্কুল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, কোভিডের নতুন স্ট্রেইন না এলে ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে প্রাথমিকের ক্লাস শুরু হবে। একদিন অন্তর, ঘুরিয়ে ফিরিয়ে পড়ুয়াদের আনার পক্ষে সওয়াল করেছেন তিনি। এর জন্য শিক্ষাদপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। তবে অন্দরের খবর, পুরভোট মিটিয়েই স্কুল খোলার দিকে হাঁটবে সরকার।

বুধবার একটি ওয়েবিনারে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা রাজ্যের কোভিড গ্লোবাল অ্যাডভাইজরি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় স্কুল খুলে দেওয়ার পক্ষেই মত দিয়েছিলেন। তার পরদিনই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, কোভিড পরবর্তী প্রাথমিক শিক্ষার হাল খুবই খারাপ। স্কুল বন্ধ হওয়ায় পড়াশোনার জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্নই হয়ে গিয়েছে শিশুদের একটা বড় অংশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক শীর্ষকর্তা বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা পড়তে পারছে না, এমন তথ্য আসছে। তাই স্কুল খোলা প্রয়োজন। শুধু তাই নয়, স্কুল খোলার পর প্রাথমিকের পড়ুয়াদের কীভাবে পুরনো সিলেবাসের পাঠ পড়ানো যায়, তা নিয়েও শিক্ষাদপ্তর ও পর্ষদ নিরন্তর আলোচনা চালাচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি স্কুল খোলা নিয়ে এই ইতিবাচক ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এমনকী, প্রথমদিকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের স্কুলে আনার বিষয়টিও তাদের মতে বিজ্ঞানসম্মত। এতে কচিকাঁচারা স্কুলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সময় পাবে বলে তাদের মত। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ওয়েস্টবেঙ্গল প্রাইমারি ট্রেইনড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পাড়ুই বলেন, ‘আমাদেরও প্রস্তাব ছিল ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে রোটেশনালি প্রাথমিকের ক্লাস শুরুর। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাব মেনে নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই।’

No comments