Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভবানীপুর নেতাজী স্পোর্টস এন্ড কালচারাল অর্গানিজেশন এর ১৪ তম বর্ষ বার্ষিকী মিলন উৎসব

ভবানীপুর নেতাজী স্পোর্টস এন্ড কালচারাল অর্গানিজেশন এর ১৪ তম বর্ষ বার্ষিকী মিলন উৎসব পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে হলদিয়া ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারাল অর্গানাইজেশন ক্লাবের 28 ফেব্রুয়া…

 




ভবানীপুর নেতাজী স্পোর্টস এন্ড কালচারাল অর্গানিজেশন এর ১৪ তম বর্ষ বার্ষিকী মিলন উৎসব

 পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে হলদিয়া ভবানীপুর নেতাজি স্পোর্টস এন্ড কালচারাল অর্গানাইজেশন ক্লাবের 28 ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত বাৎসরিক মিলন উৎসবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের  মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় অখিল গিরি মহাশয়, উপস্থিত ছিলেন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি/ সি আই সি মেম্বার হলদিয়া পৌরসভা মাননীয় সেক আজগর আলী (পল্টু ), উপস্থিত ছিলেন শহীদ মাতা পশ্চিম পাঁশকুড়ার বিধানসভার বিধায়িকা মাননীয়া  ফিরোজা‌ বিবি মহাশয়া,উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার দে মহাশয়, উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি(HDA) ভাইস চেয়ারম্যান মাননীয় সাধন চন্দ্র জানা মহাশয়, উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা  যুব সমাজের আইকন মাননীয় অভিষেক দাস মহাশয়, উপস্থিত ছিলেন মহিষাদল উন্নয়ন পরিষদের সভাপতি অশোক মাইতি মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য  বিশিষ্ট জ্ঞানী-গুণীজন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক ক্লাব কমিটির অন্যতম নেতৃত্ব শেখ আরিফ হোসেন বলেন আমরা গভীর  কোভিড পরিস্থিতি কালে প্রায় দু-তিনটি  ওয়ার্ডে র  দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম। আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের ক্রিয়া-কলাপ করতে চাই। আজকের ও আমরা প্রায় দুই শতাধিক মানুষের হাতে খাদ্যদ্রব্য এবং শীতের পোশাক তুলে দিলাম।

No comments