পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ১ এবং আহত ২ জন
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ১ এবং আহত ২ জন । আজ দুপুরবেলায় ময়নাথানা এলাকা থেকে একটি স্কুটিতে তিনজন তমলুকে আসছিলেন। নাম সাগর সিং (৩৫) বছর এবং সঙ্গে ছিলেন প্রেগনেন্সি স্ত্রী শিবানী সিং (২…
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ১ এবং আহত ২ জন
পুলিশের গাড়ির ধাক্কায় মৃত ১ এবং আহত ২ জন । আজ দুপুরবেলায় ময়নাথানা এলাকা থেকে একটি স্কুটিতে তিনজন তমলুকে আসছিলেন। নাম সাগর সিং (৩৫) বছর এবং সঙ্গে ছিলেন প্রেগনেন্সি স্ত্রী শিবানী সিং (২৫ ) ও ৬ বছরের শিশুকন্যা সুদীপ্তা সিং। আজ তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচন চলছে। পুলিশের একটি গাড়ি তমলুকের হাসপাতাল মোড় হয়ে নিমতৌড়ির দিকে যাচ্ছিল। ধারিন্দার রেল লাইন পেরিয়ে পায়রা চালির কাছে মুখোমুখি হয়। পুলিশের গাড়িটি ময়নার দিক থেকে আসা সাগর সিং -এর স্কুটিতে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই সাগর সিং মারা যান এবং প্রেগনেন্সি স্ত্রী শিবানী সিংতমলুক জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বাচ্চা মেয়েটিরও চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তমলুক মহাকুমার এস.ডি.পি.ও (S.D.P.O ) সাকিব আহমেদ ।পুলিশের গাড়ির ধাক্কা মারার দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা বাস রাস্তা অবরোধ করেন। স্থানীয় সূত্রে খবর সাগর সিং গর্ভবতী স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য স্কুটিতে করে তমলুকে আসছিলেন।
No comments